প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫ ০৯:০৫ এএম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫ ১০:৫৮ এএম
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তাজা আম পাঠাবেন বলে আগ্রহ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রবিবার (২০ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে এলে এ আগ্রহ প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আলোচনায় কৃষি-বাণিজ্য ছিল অগ্রগতির আরেকটি ক্ষেত্র। আগামী বছর কাঁঠাল রপ্তানির মধ্য দিয়ে চলতি মৌসুমে চীনে আম রপ্তানি শুরু করবে বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমি নিজেই প্রেসিডেন্ট শির কাছে এক ঝুড়ি তাজা আম পাঠাব।’ বৈঠকে প্রধান উপদেষ্টা চীনে পাট রপ্তানি সম্প্রসারণের সম্ভাবনা উত্থাপন করেন এবং লোকোমোটিভ খাতে আরও বেশি চীনা বিনিয়োগের আহ্বান জানান। তিনি চট্টগ্রাম ও সৈয়দপুরে লোকোমোটিভ তৈরি ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র স্থাপনের পাশাপাশি সক্ষমতা বৃদ্ধি কর্মশালা ও প্রশিক্ষণ কর্মসূচির প্রস্তাব করেন।
এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ বিন হারুন, বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব, মন্ত্রিপরিষদ সচিব সিরাজ উদ্দিন মিয়া, এসডিজি সমন্বায়ক লামিয়া মোরশেদ।