× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনা আলমকে গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি: আইন উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৫ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৫ ১৩:৫৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ‘মডেল মেঘনা আলমের ব্যাপারে কিছু অভিযোগ আছে, সে বিষয় তদন্ত করা হচ্ছে৷ তবে তার গ্রেপ্তারের প্রক্রিয়া ঠিক হয়নি৷ এ ব্যাপারে যাচাই বাছাই করে খুব দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিবে।’

রবিবার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷

উপদেষ্টা বলেন, ‘গত সরকারের আমলে ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে৷ অনেক সময় এমন মামলা আসে যেটা রাজনৈতিক হয়রানিমূলক মামলা না৷ এ বিষয় আমাদের অফিসাররা খুব আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।’

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক থেকে যে বিপুল টাকা হ্যাকিং করা হয়েছে সেটা নিয়ে একটি রিভিউ কমিটি করা হয়েছিল৷ সেই কমিটিতে আমি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি৷ এ কমিটিতে গভর্নরসহ অনেকে রয়েছে৷ ব্যাংক থেকে ২ বিলিয়ন ডলার লুট করার প্ল্যান ছিল৷ এটা বাংলাদেশকে লুট করার একটা প্ল্যান ছিল৷ এটা হলে আমরা দুর্ভিক্ষে পড় যেতাম৷’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘গত সরকার এটার তদন্ত করতে গড়িমসি করেছে৷ এটা নিয়ে সিআইডি যে তদন্ত করেছিল সেখানে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংক থেকে যেসব কর্মকর্তারা জড়িত ছিল তাদের নাম তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছিল৷ সিআইডি রিপোর্টে প্রাথমিকভাবে যাদের নাম এসেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল সেটা জানতে চেয়েছি এবং পরবর্তী ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে৷’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা