প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১৭:৫৭ পিএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫ ১৮:০৫ পিএম
ফাইল ছবি
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিট ৫৭ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র ভূমিকম্পের এ তথ্য নিশ্চিত করেছে।
ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাঈয়্যাৎ কবীর বলেন, এই ভূমিকম্পের উৎসস্থল ছিল নর্থ-ইস্ট জোন তথা ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের কাছে বাংলাদেশ ও ভারত সীমান্তে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, ঢাকা থেকে ১০৫ কিলোমিটার দূরে বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়েছে। এটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।