প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৫ ১১:৫৯ এএম
আপডেট : ১১ এপ্রিল ২০২৫ ১২:২৫ পিএম
ফাইল ফটো
পরিবর্তন করা হলো বাংলা নববর্ষে শোভাযাত্রার নাম। ‘মঙ্গল শোভাযাত্রা’ থেকে ‘মঙ্গল’ বাদ দিয়ে এর নতুন নাম করা হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। এই নামেই এবার বর্ষবরণের অনুষ্ঠান আয়োজন করা হবে।
শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম বলেন, ‘সকলকে সঙ্গে নিয়ে এবারের শোভাযাত্রা আনন্দময় হবে।’
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসব উদযাপনের সবচেয়ে প্রধান আকর্ষণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজিত জাঁকজমকপূর্ণ সুসজ্জিত শোভাযাত্রা। এই মিছিলটিই ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে পরিচিত।
এবার শোভাযাত্রার নাম পাল্টোনোর ইঙ্গিত ছিল আগেই। সম্প্রতি এর নাম পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। যদিও পরে তিনি বলছেন, নাম ‘মঙ্গল শোভাযাত্রা’ থাকবে, না কি তা পরিবর্তন করা হবে, সেই সিদ্ধান্ত নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এর মধ্যেই পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের বিভিন্ন দিক জানাতে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।