× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউনূস-মোদি বৈঠক ‘আশার আলো’ তৈরি করেছে: মির্জা ফখরুল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫ ২১:৫৯ পিএম

ইউনূস-মোদি বৈঠক ‘আশার আলো’ তৈরি করেছে: মির্জা ফখরুল

ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানদের মধ্যে অনুষ্ঠিত বৈঠককে দুই দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিএনপি মহাসচিব বলেন, ‘এটা অত্যন্ত আনন্দের কথা। আমরা মনে করি, ভূ-রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ-ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার বৈঠকটা…এটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে।’

ভারত ও বাংলাদেশের সর্ম্পকের মধ্যে একটা তিক্ততা তৈরি হয়েছিল মন্তব্য করে তিনি বলেন, ‘সেই তিক্ততা যেন আর বেশি সামনে না যায়, অথবা কমে আসে সেখানে একটা সম্ভবনা সৃষ্টি হয়েছে। আমি যতটুকু দেখেছি, তাতে মনে হয়েছে এ ব্যাপারে দুজনই খুবই আন্তরিক। নিসন্দেহে ভারত ও বাংলাদেশ-দুই দেশের মানুষের উপকার করবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে দেশের ক্রীড়াঙ্গনের কর্মকর্তা, সংগঠন ও ক্রীড়াবিদদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ও সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।

বিএনপি মহাসচিব জানান, ক্রীড়াঙ্গনের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে এবং কীভাবে এর উন্নতি করা যায় তা নিয়ে আলাপ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা