প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ২১:৩০ পিএম
আপডেট : ২৮ মার্চ ২০২৫ ২১:৩২ পিএম
ছবি : সংগৃহীত
দেশের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে তাপপ্রবাহ। গত বৃহস্পতিবার ৮ জেলায় শুরু হওয়া তাপপ্রবাহ শুক্রবার (২৮ মার্চ) দেশের ৬৪ জেলার মধ্যে ৪২ জেলায় বিস্তৃত হয়েছে। এর মধ্যে যশোর ও সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, তাপপ্রবাহ চলমান থাকবে। আগামী রবিবার বা সোমবার কিছুটা কমতে পারে, তবে একেবারে শেষ হয়ে যাবে না। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, যশোর ও সিরাজগঞ্জে তীব্র তাপপ্রবাহে বয়ে যাচ্ছে। এরমধ্যে যশোরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ও রাজধানীতে ৪০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে সিলেটের মৌলভীবাজার, চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটি, রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে রয়েছে-রাজশাহী, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট। খুলনা বিভাগের ১০ জেলার মধ্যে রয়েছে- খুলনা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা।
ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে রয়েছে- ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ি। বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে রয়েছে- বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর, বরগুনা ও ঝালকাঠি।
এদিকে প্রতিদিনের বাংলাদেশের চুয়াডাঙ্গা প্রতিবেদক জানান, চুয়াডাঙ্গা জেলায় এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। শুক্রবার ৩টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার বলছে, এ জনপদের ওপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে প্রাণ ও প্রকৃতিতে নেমে এসেছে চরম অস্বস্তি।
চুয়াডাঙ্গায় সকাল থেকে রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হয়।
চুয়াডাঙ্গার একটি বেসরকারি কলেজের শিক্ষক আনোয়ার হোসেন বলেন, এখন এমন মনে হচ্ছে যে তাপের সঙ্গে বাতাসে আগুনের হল্কা বয়ে যাচ্ছে। তাহলে আর কয়েক দিন গেলে কী অবস্থা হবে। প্রায় ৪০ ডিগ্রি তাপমাত্রা কম নয়। রোজার শেষের এই দু–এক দিন খুব কষ্ট হচ্ছে।
চুয়াডাঙ্গা শহরের কোর্ট মোড় এলাকার এক ইজিবাইকচালক সাইফুল ইসলাম বলেন, এমনিতে ছুটির দিন, এর ওপর প্রচণ্ড গরম। রাস্তায় একেবারেই লোকজন নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ৩৬-৩৭.৯ ডিগ্রি তাপমাত্রাকে মৃদু, ৩৮-৩৯.৯ ডিগ্রিতে মাঝারি, ৪০-৪১.৯ ডিগ্রি হলে তীব্র ও ৪২ ডিগ্রির বেশি তাপমাত্রা থাকলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।