× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ মার্চ ২০২৫ ১০:৫৭ এএম

আপডেট : ২৮ মার্চ ২০২৫ ১১:২১ এএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি : প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। স্থানীয় সময় শুক্রবার (২৮ মার্চ) সকালে বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার সরকারি ফেসবুক পেজে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় বৈঠকের তথ্য জানানো হয়। বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ড. মুহাম্মদ ইউনূস ও শি জিনপিং।

এদিন স্থানীয় দুপুর পৌনে ১২টায় বেইজিংয়েই বিনিয়োগবিষয়ক সম্মেলনে অংশ নেবেন ড. ইউনূস। চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশের তথ্য জানাতে এবং বিনিয়োগ আকৃষ্ট করতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) চীনের ইউনানে বোয়াও এশিয়া বার্ষিক সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠক করেন ড. ইউনূস। এর মধ্যে চীনের স্টেট কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াংয়ের সঙ্গে বৈঠকে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা, শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়, রোহিঙ্গাসংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং।

এ ছাড়া চীনের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান চেন হুয়াইয়ুর সঙ্গে বৈঠকে চীনা কারখানা বাংলাদেশে স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশের টেকসই সামাজিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অবকাঠামো নির্মাণে এক্সিম ব্যাংকের সহায়তার আশ্বাস দেওয়া হয়।

জাতিসংঘের সাবেক মহাসচিব ও বোয়াও ফোরামের চেয়ারম্যান বান কি-মুনের সঙ্গেও বৈঠক করেছেন ড. ইউনূস। বাংলাদেশে গণতন্ত্রের নির্বিঘ্ন উত্তরণে জাতিসংঘের সহযোগিতা চেয়ে তার পরামর্শ নেন তিনি।

এরই মধ্যে ‘বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক কনফারেন্স ২০২৫’-এ বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা এবং আরও কয়েকটি বৈঠকে যোগ দিয়েছেন।

চার দিনের সফরে বুধবার (২৬ মার্চ) চীনের হাইনান প্রদেশে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১০টা ২০ মিনিটে হাইনান থেকে বেইজিং যান তিনি। সফর শেষে ২৯ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা