× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংবাদ সম্মেলনে অভিযোগ

কৃষি মন্ত্রণালয়ের খেয়ালখুশি মতো কর্মকর্তাদের বদলি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৬:৪২ পিএম

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের কর্মকর্তারা। প্রবা ফটো

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের কর্মকর্তারা। প্রবা ফটো

কৃষি মন্ত্রণালয়ের খেয়ালখুশি মতো কর্মকর্তাদের বদলি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের কর্মকর্তারা।

এ সময় তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক (ডিজি) ছাইফুল আলমসহ আওয়ামী দোসরদের অপসারণের দাবিও জানিয়েছেন।

শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের শুরুতে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়।

লিখিত বক্তব্যে বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের সদস্য সচিব মো. রেজাউল ইসলাম (মুকুল) বলেন, ডিএই'র ডিজির অদক্ষতার সুযোগে কৃষি মন্ত্রণালয় নিয়মবহির্ভূতভাবে অধিদপ্তরের প্রস্তাব ছাড়াই খেয়ালখুশি মতো কর্মকর্তাদের বদলি করে চলেছেন। এসব বদলির মাধ্যমে বিগত ফ্যাসিস্ট সরকারের ন্যায় কৃষিবিদদের মধ্যে বিভাজন তৈরি করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে দুর্বল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাই ডিএই'র বর্তমান ডিজিসহ ফ্যাসিস্ট সরকারের সহযোগীদের অবিলম্বে অপসারণের দাবি জানাচ্ছি। তিনি বলেন, ডিএই ২৬ হাজার ২৪২ জন জনবল আছেন। তার মধ্যে ৪ হাজার বিসিএস ক্যাডার কর্মকর্তা।

মুকুল বলেন অভিযোগ বলেন, ছাত্রজনতার অভ্যুত্থানের আগের দিনেও অর্থাৎ ৪ আগস্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বর্তমান ডিজি মো. ছাইফুল আলম, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালকসহ খামারবাড়ির অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা ‘শেখ হাসিনাতেই আস্থা’ জানিয়ে খামারবাড়ি চত্বরে রাজনৈতিক মিছিলে অংশগ্রহণ করেছিলেন। ৪ আগস্টে শেখ হাসিনাতেই আস্থা মানববন্ধনে যারা অংশ নিয়েছিল তাদের বরখাস্ত করতে হবে। এরা ব্যানার ফেস্টুনসহ নানাভাবে বিগত ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করেছে। এসব কর্মকর্তাদের অপসারণ করতে হবে।

কৃষি ক্যাডার এসোসিয়েশনের এ নেতা আরও বলেন, ৫ম গ্রেডের নিচের কর্মকর্তাদের পদোন্নতি ও বদলি অধিদপ্তর করে থাকে, তার উপরেরগুলো মন্ত্রণালয় করে। কিন্তু এখন সবকিছু মন্ত্রণালয় থেকে হচ্ছে। আমরা এসবের পরিবর্তন চাই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেজাউল ইসলাম জানান, ডিএই'র বর্তমানে ২৯টি প্রকল্প চলমান রয়েছে। সরকার বদলের পর মাত্র ৯-১০টি প্রকল্পে নতুন পিডি দেওয়া হয়েছে। বাকিগুলোতে আওয়ামী লীগের দোসররাই বহাল তবিয়তে আছে। এ অবস্থায় বাকি প্রকল্পগুলোতেও পরিবর্তন আনতে হবে। কারণ বিগত ১৫ বছরে প্রত্যেকটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে।

শুধু পিডি পরিবর্তন কেন প্রকল্পগুলোতে যে দুর্নীতি হয়েছে তার বিচার চাচ্ছেন না কেন প্রশ্নের জবাবে মুকুল বলেন, বিগত ১৫ বছরে প্রত্যেকটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি ও লুটপাট হয়েছে। এসবের প্রত্যেকটি তদন্ত করতে হবে। যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশসহ শাস্তির আওতায় আনতে হবে। 

তিনি বলেন, বিগত সরকারের সময়ে ৬৫ জন কর্মকর্তা পদ বঞ্চিত হয়েছেন। তাদের অনেকেই ডিজি হতে পারতেন। এ অবস্থায় পদ বঞ্চিতদের পদায়ন করতে হবে। 

ডিএইর উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে বদলির ইস্যুতে তিনি আরও বলেন, এ বদলিতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ২০তম বিসিএসের কর্মকর্তা মাহবুবুর রশীদ বিগত আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে বলেও জানান তিনি।

জানা গেছে, বৃহস্পতিবার ডিএইর প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক ড. মুহাম্মদ মাহবুবুর রশীদকে মেহেরপুরের বারাদি হর্টিকালচার সেন্টারে উপপরিচালক পদে বদলির প্রজ্ঞাপন জারি করে কৃষি মন্ত্রণালয়। মাহবুবুর রশীদের স্থলাভিষিক্ত করা হয় উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের উপপরিচলক (আমদানি) মো. মুরাদুল হাসানকে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ সিভিল সার্ভিস (কৃষি) এসোসিয়েশনের সদস্যদের মধ্যে ড. শাফায়েত আহমেদ সিদ্দিক, হাসিবুল হাসান, বাসিরুল আলম, আরিফ মাহমুদ, কাজী শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা