প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৫:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়। এ সময় দেওয়া হয় রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট। এ ছাড়া দুপুর ২টা থেকে দেওয়া হচ্ছে পূর্বাঞ্চলের টিকিট।
শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের টিকিট ছাড়ার আধা ঘণ্টার মধ্যেই রেল সেবা অ্যাপস ও ওয়েবসাইটে টিকিট কাটার জন্য ২০ লাখ হিট হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে। টিকিট বিক্রি শুরুর সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেছে উত্তরাঞ্চলের ট্রেনের সব টিকিট।
এ দিন সকাল ৮টা ৯ মিনিটের দিকে রেলসেবা অ্যাপসে প্রবেশ করে দেখা যায়, উত্তরাঞ্চলে চলাচল করা নীল সাগর, একতা, চিলাহাটি, কুড়িগ্রাম, দ্রুতযান, পঞ্চগড়, পদ্মা, ধুমকেতু, সিল্কসিটি ও বনলতা এক্সপ্রেস সবগুলো ট্রেনের টিকিটই বিক্রি হয়ে গেছে। ৯ মিনিটের মধ্যেই অগ্রিম টিকিট বিক্রি শেষ। একই অবস্থা ঢাকা-খুলনা রুটের ট্রেনের।
এ দিকে পূর্বাঞ্চলের টিকিট অনলাইনে বিক্রি শুরু হয় শুক্রবার দুপুর ২টা থেকে। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন প্রতিদিনের বাংলাদেশকে জানান, দুপুর ২টা খেকে আড়াইটার মধ্যে মাত্র ৩০ মিনেটে ১৭ লাখ মানুষ হিট করেছেন ১৭ হাজার টিকিটের বিপরীতে।
আজ ১৪ মার্চ দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের অগ্রিম টিকিট। আজকে টিকিট কাটলে ২৪ তারিখে ট্রেনে ঈদ যাত্রা করতে পারবেন যাত্রীরা।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ থেকে। সব মিলিয়ে অনলাইনে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি হবে।’
তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এ অঞ্চলে প্রায় ১৫ হাজার ৭৭৩টি টিকিট বিক্রি হয়। টিকিট বিক্রির ৮ থেকে ৯ মিনিটের মধ্যে মোটামুটি সব টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না।’