প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৪:২২ পিএম
ফাইল ফটো
চলতি মৌসুমে দেশে প্রথমবারের মতো তাপপ্রবাহ শুরু হয়েছে বৃহস্পতিবার থেকে। যা আজও অব্যাহত রয়েছে। ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে আজ সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে একথা জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর ফরিদপুর, রাজশাহী, ঈশ্বরদী, খুলনা, যশোর ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও বিস্তার লাভ করতে পারে। আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়া জেলাগুলোর মধ্যে যশোর ও চুয়াডাঙ্গায় গতকাল তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, খুলনায় ৩৬.৩, ফরিপুরে ৩৬.৮, রাজশাহী ও পাবনার ঈশ্বরদীতে ৩৬ ও রাজশাহীর বাড়াবাড়িতে ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তা ছাড়া দেশে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের হিসেবে ৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মৃদু তাপপ্রবাহ, ৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে মাঝারি তাপপ্রবাহ, ৪০-৪১.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা থাকলে অতিতীব্র তাপপ্রবাহ বলা হয়।
সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।