প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১২:০২ পিএম
আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১২:১০ পিএম
ফাইল ফটো
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকাল ৮টায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
তবে মাত্র ৯ মিনিটের মধ্যেই উত্তরাঞ্চলগামী সব ট্রেনের টিকিট শেষ হয়ে গেছে। একই অবস্থা ঢাকা-রাজশাহী ও ঢাকা-খুলনা রুটের ট্রেনের টিকিটের ক্ষেত্রেও।
কমলাপুর রেলস্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, যার সংখ্যা ছিল ১৫ হাজার ৭৭৩টি। চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম থাকায় অনেক যাত্রী টিকিট পাননি।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চ বিক্রি হবে ২৫ মার্চের টিকিট, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, এভাবে ২০ মার্চ পর্যন্ত চলবে অগ্রিম টিকিট বিক্রি। আজ শুক্রবার বেলা ২টায় শুরু হবে পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট বিক্রি।