× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপিওভুক্তির দাবিতে যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১৪:২৫ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১৪:৪৭ পিএম

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে সচিবালয়ের দিকে যাত্রা করে। প্রবা ফটো

জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে সচিবালয়ের দিকে যাত্রা করে। প্রবা ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল কদম ফোয়ারা ঘুরে সচিবালয়ের দিকে যাত্রা করে। পুলিশের বাধায় মিছিলটি প্রেস ক্লাবের সামনে সচিবালয় রোডে আটকে যায়। এতে পুলিশ ও শিক্ষকদের মধ্যে হাতাহাতি হলে বেশ কয়েকজন আহত হন।

পরে প্রধান উপদেষ্টার প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের আশ্বাসে পদযাত্রা কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। এরপর প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষকনেতা সেলিম মিয়া বলেন, ‘আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের সাক্ষাতের কথা ছিল। কিন্তু তারা আজ টালবাহনা শুরু করেছে। আমাদের দাবি একটাইÑ স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে আমরা এমপিওভুক্তি চাই। আমাদের ন্যায্য দাবি পূরণ না হলে আমরা রাজপথ ছাড়ব না। দরকার হলে পুরো রমজান মাস, ঈদ এ রাজপথে কাটাব।’

‘আমার অনেক শিক্ষার্থী পুলিশে আছে। অনেকে ঢাবিতে পড়ে। আজ এ পুলিশ আমাদের পিটিয়েছে। এ ভিডিও ছড়িয়ে পড়লে সেই শিক্ষার্থীদের, পরিবার-পরিজনদের সামনে মুখ দেখাব কী করে’ বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শিক্ষক হাসান উল্লাহ সেতু।

আরেক শিক্ষক গোলাম কিবরিয়া বলেন, ‘পুলিশের লাঠিচার্জে আমাদের যে মানসম্মান নষ্ট হলো এর দায় কে নেবে? আত্মহানি হওয়ায় এক শিক্ষক আত্মহত্যা করবেন বলেছেন। সেই শিক্ষক আত্মহত্যা করলে দায়ভার কার?

আমাদের হয় এমপিওভুক্ত করুক না হয় বিষ কিনে দেবে। আমরা এমপিওভুক্তি ছাড়া বাসায় ফিরব না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা