প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ২১:৩২ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ২১:৩২ পিএম
ছবি: সংগৃহীত
গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদানবিষয়ক ‘প্ররক্ষা নির্দেশিকা ২০২৫’ বাতিল করেছে সরকার। রবিবার (৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এই প্ররক্ষা নির্দেশিকার বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করেন হাইকোর্ট। তাকে ১৮ মার্চ আদালতে হাজির হতে বলা হয়। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ আদেশ দেন।
নির্দেশিকার বিষয়টি আদালতের নজরে এনে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব এবং সৈয়দা সাজিয়া শারমিন।
শুনানি নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত রুল দিয়ে ওই নির্দেশিকার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পরে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, প্ররক্ষা নির্দেশিকায় প্রধান বিচারপতিকে রেঞ্জ ডিআইজি, পুলিশের মহাপরিদর্শকসহ অন্যদের সঙ্গে একই রকমভাবে তুলনা করা হয়েছে। হাইকোর্টের বিচারকদের সিনিয়র সচিব ও সচিবদের সঙ্গে রাখা হয়েছে।
এর আগের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স লঙ্ঘন করে এটি জারি করা হয়েছে। এ জন্য ওই নির্দেশিকাটি আদালতের নজরে আনেন বলে জানান তিনি।
আদালতে তিনি ২০২০ সালের ওয়ারেন্ট অব প্রিসিডেন্স দেখান এবং আপিল বিভাগে নিষ্পত্তি হওয়া একটি মামলার রায়ের কথা উল্লেখ করেছেন। সেই মামলার রিভিউ আবেদন ২৭ এপ্রিল শুনানির জন্য রয়েছে।
তিনি বলেন, এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ ধরনের নিরাপত্তা প্ররক্ষা নীতিমালা জারি করা বিস্ময়কর। শুনানি নিয়ে আদালত কেন এই নির্দেশিকাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে সুয়োমোটো রুল জারি করেছেন। সিনিয়র সচিব নাসিমুল গনিকে ১৮ মার্চ আদালতে সশরীর হাজির হয়ে কী কারণে পত্রজারি করেছেন তা ব্যাখ্যা করার জন্য নির্দেশনা দিয়েছেন।