প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৭:৪৮ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১৭:৪৯ পিএম
ছবি: সংগৃহীত
দেশে মব জাস্টিস ইস্যু আছে, মিলিট্যান্সি ইস্যু সামনে আসতে পারে, এছাড়াও আরও কিছু ইস্যু আছে সেগুলো মিডিয়াতে যেন ভালোভাবে উপস্থাপিত হয় একইসঙ্গে মনিটর করার বিষয়ে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
মাহফজু আলম জানান, সামনের দিনগুলোতে মিডিয়া এসব কিভাবে ফোকাস করবে
সেটা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে বসবো। এমনভাবে পরিকল্পনা করার চেষ্টা করবো যেন জনগণ
সঠিক তথ্য পায়। ফেইক নিউজ ছড়ানো হয় জনগনকে উত্তেজিত করার জন্য সেটার বিরুদ্ধে কিভাবে
সচেতন রাখা যায় মিডিয়ার স্টেকহোল্ডারদের সঙ্গে বসে আলোচনা করব।
তিনি জানান, সরকার দায়িত্ব নেয়ার পর ভারত থেকে, দেশের ভেতর থেকে
বিভিন্ন জায়গা থেকে কমিনিউকেশন ওয়ারফেয়ার চলছে। এর বিরুদ্ধে এখন থেকে কাউন্টার কমিউনিকেশন
ওয়ারফেয়ারে যাওয়া হবে।
তিনি আরও জানান, আজকে থেকে মব তৈরিসহ যেকোনো নৈরাজ্যকর পরিস্থিতি
করলে কঠোর ভূমিকা নেবে সরকার এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকারের অবস্থান
এখন থেকে জিরো টলারেন্স।