প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১১:৫০ এএম
আপডেট : ০৯ মার্চ ২০২৫ ১২:১৮ পিএম
সিএমএইচে গিয়ে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো
নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রবিবার (৯ মার্চ) সকালে মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মাগুরায় আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় মামলা করা হয়েছে এবং অভিযুক্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের শাস্তি নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি, নারী হয়রানি ও ধর্ষণের ঘটনায় কঠোর ব্যবস্থা নিতে। এছাড়া অতীতের সব নারীর প্রতি সহিংসতার ঘটনা তদন্ত করে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশও দিয়েছি।
তিনি আরও জানান, সাম্প্রতিক ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
নারীদের নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, নারীরা যেন নির্বিঘ্নে চলাফেরা ও দায়িত্ব পালন করতে পারে, তা নিশ্চিত করা হবে। যে কেউ এতে বাধা দিলে বা সহিংসতায় জড়ালে, তাদের কঠোরভাবে আইনের আওতায় আনা হবে।
নারীর প্রতি সহিংসতা রোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে তিনি বলেন, পারিবারিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ লালন করতে হবে, যাতে নারীদের প্রতি সহিংসতা রোধ করা যায়।
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজখবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ঘটনার দিন (৬ মার্চ) তিনি শিশুটির মাকে ফোন করেও সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।