× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানে নিরাপত্তা নিশ্চিতে অলআউট অ্যাকশনে ডিবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১০:০৯ এএম

আপডেট : ০২ মার্চ ২০২৫ ১০:১৯ এএম

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউ”ল করিম মল্লিক। প্রবা প্রটো

ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউ”ল করিম মল্লিক। প্রবা প্রটো

নগরবাসীকে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাচ্ছে ডিবি। একই সঙ্গে জানানো হয়েছে, যে কোনো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা।

শনিবার (১ মার্চ) সকালে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। রমজান মাসে রাজধানীতে গোয়েন্দা পুলিশের তৎপরতা আরও বাড়িয়ে নগরবাসীকে অধিকতর নিরাপত্তা দেওয়ার জোরাল আশ্বাসও দিয়েছেন তিনি।

রেজাউল করিম মল্লিক আরও বলেন, রমজানে নগরবাসী যাতে নিরাপদে ইবাদত-বন্দেগি করতে পারেন, সেজন্য ডিবির কার্যক্রম বেগবান করা হয়েছে। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, নগরবাসী এ সময় অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন।

পবিত্র এই মাসে নগরবাসীর নিরাপত্তা বিধানের জন্য ক্লান্তিহীন কাজ করে যাচ্ছে ডিএমপির গোয়েন্দা বিভাগ। শনিবার থেকে আমরা চলমান কার্যক্রমের পাশাপাশি রমজান সামনে রেখে বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান। যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা অপরাধীদের শনাক্ত করবেন।

ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অলআউট অ্যাকশনে যাওয়ার কথা উল্লেখ করে ডিবিপ্রধান বলেন, রোজার সময় আর্থিক লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংকগুলোতে ভিড় বাড়ে। রেলস্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাটসহ অন্যান্য জায়গায়ও মানুষের উপস্থিতি বেড়ে যায়। এসব জায়গায় কেউ যাতে নাশকতা করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। 

তিনি বলেন, আমাদের গোয়েন্দা প্রতিবেদন বলছে চুরি, ছিনতাই, ডাকাতির সঙ্গে যারা যুক্ত হচ্ছে তাদের বেশিরভাগের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে। এদের অনেকেই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। আবার ফ্যাসিস্ট পতিত রাজনৈতিক শক্তিও তাদের ইন্ধন দিয়ে অপরাধ কার্যক্রমে জড়িয়ে দিচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনী সারা দেশে তৎপরতা বাড়িয়েছে জানিয়ে রেজাউল করিম মল্লিক বলেন, অন্যান্য নিরাপত্তা বাহিনীও মাঠে আছে। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেনাবাহিনী। আমরা বিভিন্ন গোয়েন্দা তথ্য দিয়ে তাদের সহায়তা করছি।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে জানিয়ে ডিবিপ্রধান আরও বলেন, আশা করি কিছুদিনের মধ্যে আপনারা আরও ভালো অবস্থা দেখতে পাবেন। জনসাধারণের প্রতি আমাদের আহ্বান এখন ডিবি পরিচয়ে কাউকে গোপনে তুলে নেওয়া বা সিভিল পোশাকে তল্লাশি চালানÑ এই ধরনের কাজ কেউ করলে আমাদের জানান। পাশাপাশি নাশকতা করতে পারেÑ এমন কোনো তথ্য থাকলে ডিবিকে তথ্য দিয়ে সহায়তা করুন। আপনাদের পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গুরুত্বপূর্ণ মামলা তদন্ত থেকে আরম্ভ করে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে ডিবি বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত ও অভ্যাসগত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সাধারণ মানুষের ভরসার আশ্রয়স্থল হতে চাই, তেমনি অপরাধীদের জন্য হতে চাই আতঙ্ক। সেই মূলনীতি নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়। তাই যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে আমরা নিয়েছি জিরো টলারেন্স নীতি। চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজকে মাদকের থাবা থেকে রক্ষা করতে প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে মাদকবিরোধী অভিযান। চিহ্নিত সন্ত্রাসী হোক বা যে কোনো অপরাধীই হোক ডিবির জালে তাদের ধরা পড়তেই হবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের আমরা বিন্দুমাত্র ছাড় দিব না।

সংবাদ সম্মেলনে রেজাউল করিম মল্লিক বলেন, আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি পবিত্র মাহে রমজানে নগরবাসী অধিকতর নিরাপদ ও স্বস্তির পরিবেশে থাকবেন। যে কোনো প্রয়োজনে ডিবি আপনাদের পাশে রয়েছে। এ দেশ আপনার, আমার সবার। দেশে শান্তি থাকলে শান্তি থাকবে জনমনে। দেশকে নিরাপদ রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা