প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ০৯:৫৭ এএম
আপডেট : ০২ মার্চ ২০২৫ ১০:০৪ এএম
ফাইল ছবি
বছর ঘুরে আবার ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। এ সময়ে তাপমাত্রা কেমন থাকবে তা নিয়ে রোজাদারদের মধ্যে রয়েছে জানার আগ্রহ। আবহাওয়া দপ্তর বলছে, রোজার প্রথম দিন রবিবার (২ মার্চ) দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও স্বস্তির বৃষ্টি ঝরতে পারে দুই বিভাগে। আবার বাড়তে পারে তাপমাত্রাও।
শনিবার (১ মার্চ) রাতে আবহাওয়া দপ্তরের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় (রবিবার) চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।
এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
পরবর্তী ২৪ ঘণ্টাতেও (সোমবার) চট্টগ্রাম এবং সিলেট বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আর পরবর্তী ২৪ ঘণ্টায় (মঙ্গলবার) আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বর্ধিত পাঁচ দিনে দিন এবং রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।