প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫ ২২:২৩ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৫ ২৩:২১ পিএম
ছবি : সংগৃহীত
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার (১ মার্চ) তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হয়েছে রমজানের আনুষ্ঠানিকতা। প্রথম তারাবিতে রাজধানীর বিভিন্ন মসজিদে মুসল্লির ঢল দেখা গেছে।
তারাবির নামাজের সময় ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাজধানীর বিভিন্ন মহল্লার মসজিদগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। কোনো কোনো মসজিদের আঙিনা ছাড়িয়ে রাস্তায় জায়নামাজ, চাদর ও পাটি বিছিয়ে মুসল্লিদের তারাবির নামাজ আদায় করছেন।
বায়তুল মোকাররমে দেখা গেছে, সন্ধ্যার পর থেকেই অনেকে দলবেঁধে, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে তারাবি নামাজ আদায় করতে মসজিদে আসেন।
মহাখালীর গাউছুল আজম মসজিদ কমপ্লেক্সে তারাবির নামাজে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে। দীর্ঘ এক বছর পর আবারও মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসে আল্লাহর শোকরিয়া আদায় করেন মুসল্লিরা।
এছাড়া রাজধানীর আরও কয়েকটি মসজিদ ঘুরেও একই চিত্র চোখে পড়েছে। প্রত্যেকটি মসজিদ মুসল্লিতে পূর্ণ। মসজিদগুলোর সব ফ্লোর মুসল্লিতে ভরা। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে অনেকে বাইরে নামাজ আদায় করছেন। ঢাকা ছাড়াও সারা দেশের সব মসজিদে তারাবির নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
ইসলামী বিধান অনুযায়ী, রমজানের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দিনগত রাতে সেহরি খেয়ে রবিবার রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।