× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে দায়িত্ব পালন

পুলিশের ৮২ কর্মকর্তা ওএসডি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৮ পিএম

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজি ও ১৫ জন পুলিশ সুপার রয়েছেন। অন্যরা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা। 

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে সরকার। ওই তালিকায় পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার পাশাপাশি এক সময় র‌্যাবে দায়িত্ব পালন করা কয়েকজন সেনা কর্মকর্তাও রয়েছেন। 

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালে দশম ও ২০২৪ সালে দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলো ওই দুটি নির্বাচন বর্জন করে। তবে ২০১৮ সালে দলগুলো নির্বাচনে অংশ নিলেও আগের রাতেই ব্যালটে সিল মেরে বাক্স ভর্তি করে আওয়ামী লীগ জয়ী হওয়ার অভিযোগ ওঠে। আর বিশেষ করে ‘রাতের ভোটের’ ওই নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বিতর্কিত ভূমিকা পালন করেন।

গণআন্দোলনে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ওই সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন। ৮ আগস্ট রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেয় তত্ত্বাবধায়ক সরকার। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার বিতর্কিত ওই নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। পুলিশ কর্মকর্তাদের পদক প্রত্যাহার এবং ওএসডি করা ছাড়াও একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা সে সময়ের ৩৩ ডিসিকে ওএসডি করা হয়েছে। সবশেষ তারা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন।

যেসব পুলিশ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে- 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা