প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৬ পিএম
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০ পিএম
ছবি: সংগৃহীত
সরকারের ৯ মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য সাতজনকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। আর দুজনকে বদলির মাধ্যমে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে আলাদা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।
সাতজনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব জামিলা শবনম।
সচিব হিসেবে পদোন্নতি পেয়ে নিয়োগপ্রাপ্তরা হলেন- আলেয়া আক্তার (পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ), মো. কামাল উদ্দিন (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), মো. তাজুল ইসলাম (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি), মো. মিজানুর রহমান (বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়), মোহাম্মদ আবদুর রউফ (সেতু বিভাগ), জাহেবা পারহীন (সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিধন বিভাগ), মাহবুবুর রহমান (বাণিজ্য মন্ত্রণালয়)।
এ ছাড়া নিয়োগ/বদলিতে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খানকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সচিব) মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।