× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিক কেলেঙ্কারিতে জড়িত ওএসডি ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা : জনপ্রশাসন সচিব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:২৮ পিএম

মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত

মোখলেস উর রহমান। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন সচিব ড. মো. মোখলেস উর রহমান জানিয়েছেন, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে দায়িত্ব পালন করা ওএসডি হওয়া বা বাধ্যতামূলক অবসরে যাওয়া ডিসিদের মধ্যে শুধু যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধেই মামলা করা হবে। বাকিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, সরকার কোনো অবিচার বা পক্ষপাতমূলক আচরণ করেনি। রাষ্ট্রের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্তই নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ২০২৪ সালের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা ডিসিদের ব্যাপারে গোয়েন্দা সংস্থা তদন্ত করছে। তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উপদেষ্টা পরিষদের কমিটির সুপারিশের ভিত্তিতে। অপরাধের মাত্রা অনুযায়ী ওএসডি বা বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে বিভিন্ন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বে থাকা আরও নয়জন কর্মকর্তাকে শিগগিরই সচিব পদে পদোন্নতি দেওয়া হবে। তারা প্রশাসনের সর্বোচ্চ পদ পাওয়ার যোগ্য বলেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং কোনো ধরনের পক্ষপাত করা হয়নি বলে জানান জনপ্রশাসন সচিব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা