× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশকে দলদাসে পরিণত না করার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

রাজশাহী অফিস

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৩ পিএম

রবিবার রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো

রবিবার রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে কুচকাওয়াজ অনুষ্ঠানে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রবা ফটো

পুলিশকে কোনো কায়েমীস্বার্থের হাতিয়ার না হওয়ার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, পুলিশ বাহিনীকে কেই যেন দলদাসে পরিণত না করতে পারে। সেজন্য সর্বদা সতর্ক থাকতে হবে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কুচকাওয়াজে অংশ নেন ৬০ জন এএসপি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ জনগণের বন্ধু, অপরাধীদের শত্রু। সাধারণ মানুষকে সম্মান করুন এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করুন।

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের স্বাধীন কর্মচারী, যা কোনো দল বা গোষ্ঠীর নয়। আইনের শাসন প্রতিষ্ঠা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের দায়িত্ব। পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংবেদনশীল তথ্য প্রকাশে সতর্ক থাকার নির্দেশও দেন তিনি।

পুলিশ সদস্যদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার মতামত প্রকাশের সতর্ক হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আপনাদের কাছে সংবেদনশীল তথ্য আসবে। সংবেদনশীল তথ্য গোপন রাখবেন। যেন জনসমক্ষে না আসে।

এর আগে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারদের প্রশিক্ষণরত ৬৬ জনের মধ্যে ছয় শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ২০ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞিপ্তিতে বলা হয়, ৪০তম বিসিএস (পুলিশ) ক্যাডারদের প্রশিক্ষণরত ৬ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১ এর ধারা ৬ (২) (এ) মোতাবেক সরকারি চাকরি থেকে অপসারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের আনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এদিকে ৪০তম ক্যাডেট এসআইদের ৮০৪ জনের মধ্যে ৩২০ জনকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ১৫ জানুয়ারি ওই ব্যাচের এসআইদের সমাপনী কুচকাওয়াজ অংশ নেন ৪৮০ জন শিক্ষানবিশ এসআই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা