× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণ প্রজন্ম নতুন পৃথিবী গড়তে চায় : প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৩ পিএম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৮ পিএম

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের চাইতে দুঃসাহসী। তারা যেমন নতুন বাংলাদেশ সৃষ্টি করতে চায়, তেমনি আত্মবিশ্বাসে নতুন পৃথিবীও গড়তে চায়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 'একুশে পদক-২০২৫' অনুষ্ঠানে ড. ইউনূস এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম নতুন পৃথিবী সৃষ্টিতে নেতৃত্ব দিতে চায় এবং তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত। তারা আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে তাদের স্বপ্নের নতুন সভ্যতা গড়তে চায়, যেখানে পৃথিবীর সকল সম্পদের উপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে এবং মানবজীবন এমনভাবে গড়ে তোলা হবে যাতে পৃথিবীর অস্তিত্ব বিঘ্নিত না হয়।

ড. ইউনূস দেশের বরেণ্য ব্যক্তিত্বদের একুশে পদক প্রাপ্তির জন্য অভিনন্দন জানিয়ে বলেন, আপনাদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা জাতির পথ প্রদর্শক এবং জাতি আপনার অবদানে উদ্বুদ্ধ হয়ে উন্নততর অবস্থানে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণের সুযোগ এসেছে। আজকের এই পদক প্রদান অনুষ্ঠানে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সাহসী ছাত্র-শ্রমিক-জনতাদের, যারা ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থানে জীবন দিয়েছিলেন।

ড. ইউনূস আরও বলেন, একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। এটি আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা আন্দোলনে ছাত্রসমাজ নিজেদের জীবন দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল।

এদিন তিনি তরুণদের এই স্বপ্নের আশু বাস্তবায়ন কামনা করে বলেন, দেশের ভবিষ্যৎ রচনায় যারা পথ দেখিয়েছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আবারও তাদের অভিনন্দন জানাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা