× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েটে সংঘর্ষের ঘটনায় হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৫ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। 

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে সামাজিকমাধ্যম ফেসবুক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘যে ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে, তার পরিণতি ছাত্রলীগের মতোই হবে।’

হাসনাত আব্দুল্লাহ এ পোস্ট কাদের উদ্দেশে দিয়েছেন তা স্পষ্ট করেননি। তবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্দেশে তিনি এ পোস্ট দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, আজ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদলের অনুসারীরা এই হামলায় জড়িত। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার পরও তা ফেরানোর চক্রান্ত চলছে। তবে, অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের দাবি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে অপব্যবহার করে ফরম বিতরণের প্রতিবাদ জানিয়েছিলেন তারা। এ সময় নেতাকর্মীদের ওপর শিবির ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু সন্ত্রাসী হামলা চালিয়েছে।

পুলিশ জানায়, ৫ আগস্টের পর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ রয়েছে। গতকাল কিছু শিক্ষার্থী ছাত্রদলে যোগ দিচ্ছে বলে একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে আজ দুপুরে ছাত্ররাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তাদের ওপর বহিরাগতরা হামলা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, কুয়েটে বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে সাধারণ শিক্ষার্থীরা সহপাঠীদের বিচারের দাবিতে ক্যাম্পাস অবস্থান করছে। এছাড়া ক্যাম্পাসে দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা