প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৫ পিএম
ছবি: সংগৃহীত
এসএসসি-এইচএসসি পাশ করা শিক্ষার্থীদের অবসর সময়ে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসতে জেলা প্রশাসকদের কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনদিনের জেলা প্রশাসক সম্মেলনে বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আজকের ডিসি সম্মেলনে অনেক বিষয়েই আলোচনা হয়েছে। এরমধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো, এসএসসি-এইচএসসি পাশ করার পর ছাত্ররা যে সময়টা পায়, সেই সময়ে যেন তাদেরকে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) নিয়ে আসার ব্যাপারে কার্যকর ভূমিকা রাখতে ডিসিদের পরামর্শ দিয়েছি। আমরা বলেছি সব শিক্ষার্থীদেরই যেন একটা ডাটাবেইজ করা হয়, এ সময় তারা বলেছে যারা প্রশিক্ষণ নিয়েছে প্রত্যেকেরই ডাটাবেজ আছে।
তিনি বলেন, আমরা বলেছি শুধু প্রশিক্ষণ নেওয়াদেরই নয়, সকল শিক্ষার্থীদের ডাটাবেজ থাকতে হবে এবং টিটিসিতে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এছাড়া যারাই বিদেশে যেতে চায়, তাদের জন্য জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
টিটিসি কতোটা কার্যকর ভূমিকা রাখছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, শুধু টিটিসি নয়, বাংলাদেশের সকল সেক্টরেই বড় বড় বিল্ডিং আছে, কর্মকর্তা-কর্মচারি আছে কিন্তু সেবা নেই। এটি আমার কথা ছয় মাসের অভিজ্ঞতা। আমরা প্রাণান্তকর চেষ্টা করছি সেই জায়গাগুলোতে কিছু করার।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকায় বালুমহল নিয়ে কথা হয়েছে। ডিসিরা জানিয়েছেন, অবৈধভাবে যারা বালু উত্তোলন করেন, তাদেরকে ধরা হলেও তারা নাকি দ্রুত জামিন পেয়ে যান। এ বিষয়টা নিয়ে তারা কনসার্ন। তাদেরকে অবহিত করেছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।