× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বড় দুর্নীতির খবর প্রকাশে ডিসিদের নির্দেশনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৭ এএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০০ এএম

বড় দুর্নীতির খবর প্রকাশে ডিসিদের নির্দেশনা

আগামী নির্বাচন ভালো হওয়ার ব্যাপারে ডিসিদের আশ্বাস দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। অন্যদিকে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হওয়া বড় দুর্নীতির খবর ধামাচাপা না দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান। চলমান তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে গতকাল সোমবার এসব আশ্বাস ও নির্দেশনা দেওয়া হয়েছে।

ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে এবং আন্দোলনে নিহতদের ‘জুলাই শহীদ’, আহতদের ‘জুলাইযোদ্ধা’র পরিচিতি দেওয়া হবে। আসন্ন রমজান ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে রাখার অনুরোধ জানানো হয়েছে। আর পবিত্র রমজান মাসে খাদ্যপণ্য সুলভ মূল্যে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের উপকরণ এখন থেকে জেলা প্রশাসকদের তদারকিতে স্থানীয় পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) কেনাকাটা করবেন বলে জানানো হয়েছে।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনে পৃথক পৃথক কর্ম অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান জেলা প্রশাসকদের উদ্দেশে নীতিনির্ধারণী বক্তব্য ও নির্দেশনা দেন। অধিবেশন শেষে তারা সংশ্লিষ্ট বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন আজ মঙ্গলবার শেষ হচ্ছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সপ্তম কার্য-অধিবেশন শেষে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দেশের দুই-তৃতীয়াংশ মানুষ নদীর ওপর নির্ভরশীল। মাছ ধরা থেকে শুরু করে পণ্য পরিবহন অনেক কিছুই নদীর মাধ্যমে হয়ে থাকে। সেই জায়গা থেকে ডিসিরা নদীর নাব্যতা, নৌ-নিরাপত্তা, ঘাট ও স্থলবন্দরের কথা বলেছেন। সেগুলো আমরা দেখছি এবং করছি। আমরা তাদের নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা বাড়ানোর কথা বলেছি।’

উপদেষ্টা সাখাওয়াত বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ের বিষয়ে তারা শিশুশ্রম বন্ধ ও পুনর্বাসনের বিষয়ে জানিয়েছেন। এগুলোর জন্য শ্রম মন্ত্রণালয় ইতোমধ্যে বেশকিছু প্রকল্প হাতে নিয়েছে। সেগুলো আমরা তাদের জানিয়েছি। তারপরও কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগের কথা বলেছি।’

এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শ্রম অসন্তোষের ব্যাপারে আমরা বলেছিÑ আপনারা সমস্যা চিহ্নিত করবেন, আপনারাই কথা বলবেন। আপনারাই সরকার, আপনারাই কাজ করবেন। আমরা আপনাদের সাহায্য করব।’

বালুমহাল নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জে চোরাই বালু উত্তোলনের অভিযোগ এসেছিল। আমি দুই জেলার ডিসিকে বলেছি, তারা ব্যবস্থা নিয়েছেন। মেঘনা নদীর জন্য কুমিল্লার ডিসিকেও বলেছি।’

নির্বাচন কমিশন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন মাঠে গিয়ে নির্বাচন করে না। নির্বাচন কমিশন একটি পলিসি দেয়, ফ্রেমওয়ার্ক দেয়, সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যায়, তারপর নির্বাচন কমিশনের আইনগতভাবে আর কিছু করার নেই। তখন দায়িত্ব যায় রিটার্নিং কর্মকর্তাদের কাছে।’

সম্মেলনের দ্বিতীয় দিনে গতকাল অষ্টম কার্য-অধিবেশন শেষে দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সাংবাদিকদের বলেন, ‘আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হওয়া বড় দুর্নীতির খবর ধামাচাপা না দিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘প্রত্যেক জেলায় দুদকের কার্যালয় না থাকা, প্রাতিষ্ঠানিক দুর্নীতি অপসারণ করাসহ বিভিন্ন বিষয়ে ডিসিরা প্রশ্ন করেছেন। আমরা সেগুলোর জবাব দিতে চেষ্টা করেছি।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘গতকাল (রবিবার) প্রধান উপদেষ্টার ভাষণের প্রায় অর্ধেক ছিল দুর্নীতি নিয়ে। একটি বিষয় তিনি স্পষ্ট করে বলেছেন, দুদক পুরোনো দুর্নীতি নিয়ে বেশি কাজ করে। কিন্তু সামনে আর যাতে দুর্নীতি না হয়, সেজন্য কাজ করা দরকার। এখন যেটা আছে, সেটা যাতে বন্ধ করা যায় এবং পুরোনোটার কাজ যেন অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়। এখন যে কাজ করা হয়, তার ৯০ থেকে ৯৫ শতাংশ সময় ব্যয় হয় পুরোনো দুর্নীতি নিয়ে। কিন্তু প্রধান উপদেষ্টা পুরোনো দুর্নীতি নিয়ে ২০ শতাংশ, বর্তমান দুর্নীতি নিয়ে ৩০ শতাংশ এবং ভবিষ্যতে যাতে দুর্নীতি না হয় সেজন্য বাকি ৫০ শতাংশ সময় ব্যবহার করতে বলেছেন। এ নির্দেশনা আমরা গ্রহণ করেছি এবং জেলা প্রশাসকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে।’

দুদক চেয়ারম্যান বলেন, ‘ছোট ছোট দুর্নীতি বিকশিত হয়, এ বিষয়ে খুব তাড়াতাড়ি খবর পাওয়া যায়। কিন্তু আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে যে বড় বড় দুর্নীতি হয়, সেগুলোর কোনো অভিযোগই পাওয়া যায় না। দুর্নীতির খবর যেন ধামাচাপা দেওয়া না হয় বা বড় দুর্নীতির খবরগুলো যেন আসে, সে বিষয়ে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকরা আশ্বস্ত করেছেন, তারা এগুলো নিয়ে কাজ করবেন।’

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘আসন্ন পবিত্র রমজান ও গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সচিবালয়সহ সরকারি-বেসরকারি অফিস, মসজিদ ও বাসাবাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখার অনুরোধ করা হয়েছে। বিদ্যুৎ বিভাগের নির্দিষ্ট টিম বিষয়টি পর্যবেক্ষণে কাজ করবে। কোথাও নির্দেশনার ব্যত্যয় ঘটলে, সে এলাকায় লোডশেডিং করা হবে। প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খাদ্য ও ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত প্রথম অধিবেশন শেষে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘পবিত্র রমজান মাসে খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্রবিশেষে বিনামূল্যে বিতরণ করা হবে। এসব কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’

ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করার নির্দেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিবেশন শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেন, ‘ভুয়া মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। যেসব ভুয়া মুক্তিযোদ্ধা পাওয়া যাবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

তিনি বলেন, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) পুনর্গঠন করা হয়েছে। মুক্তিযোদ্ধার সংজ্ঞায়ও পরিবর্তন আনা হচ্ছে। সে অনুযায়ী জেলায় জেলায় মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হবে। সেখান থেকে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হবে। পরবর্তীতে তাদের আইনের আওতায় আনা হবে।’

ফারুক-ই-আজম বলেন, এ সপ্তাহে বা শিগগিরই জুলাই অধিদপ্তর আত্মপ্রকাশ করবে। জুলাই অভ্যুত্থানের শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাইযোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হবে। সে অনুযায়ী সনদ এবং পরিচয়পত্র দেওয়া হবে। স্বীকৃতিপ্রাপ্ত জুলাইযোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন।

টিন, কম্বল স্থানীয়ভাবে কেনাকাটা করা হবে

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা ফারুক-ই-আজম সাংবাদিকদের বলেন, ‘আগে কেন্দ্রীয়ভাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রমের উপকরণ কেনাকাটা করা হতো। এখন থেকে স্থানীয় পর্যায়ে সংগ্রহ করা হবে। দ্রুততার সঙ্গে সুবিধাভোগীর কাছে পৌঁছানো, বিকেন্দ্রীকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসব মালামাল কিনবেন। প্রতি উপজেলায় এ খাতে তিন কোটি টাকা বরাদ্দ রয়েছে।

উপদেষ্টা বলেন, বিগত সময়ে টিন, কম্বলসহ অন্যান্য উপকরণ কেন্দ্রীয়ভাবে কেনাকাটা করে তা মাঠ প্রশাসনে পাঠানো হতো। বরাদ্দপত্র দিতে আগে কেন্দ্রীয় প্রথা ছিল। এবার তা পরিবর্তন করা হয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ‘কম্বল আগে কেন্দ্রীয়ভাবে বিতরণ করা হতো। এবার মাঠ থেকে সংগ্রহ করে মাঠে দেওয়া হয়েছে। গৃহনির্মাণে টিন স্থানীয়ভাবে চাহিদার নিরিখে দেওয়া হবে। কোনোটাই কেন্দ্রীয়ভাবে রাখা হয়নি। ডিসিরা যাতে যথাযথভাবে স্পেসিফিকেশনের মাধ্যমে কিনে তা বিতরণ করেন, গৃহহীনদের গৃহনির্মাণে যাতে কোনো বৈষম্য সৃষ্টি না হয়, সে বিষয়ে ডিসিদের সতর্ক থাকতে বলা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘ইউএনওরা সরাসরি কিনতে পারবেন। আগের পদ্ধতিতে কেন্দ্রীয়ভাবে উপকরণ কেনার সময় দেখা যেত একই জায়গা থেকে উপকরণ কেনাকাটা করা হচ্ছে। অন্য কোনো প্রতিষ্ঠান পণ্য কেনাকাটায় অংশগ্রহণ করতে পারেনি। এমনকি যারা টিন উৎপাদন করত, তারাও অংশগ্রহণ করতে পারত না। এখন উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রয়োজনীয়তার নিরিখে সরাসরি উপকরণ কিনে সরবরাহ করবেন।’

ফারুক-ই-আজম বলেন, ‘পিপিআর অনুসরণ করে ইউএনও সরাসরি কিনবেন। কেন্দ্রীয়ভাবে কিনতে গেলে জেলা পর্যায়ে পাঠাতে অতিরিক্ত খরচ হতো। এখন টাকা সাশ্রয় হবে। স্থানীয় পুনর্বাসন কার্যক্রম টিআর, কাবিখা, কাবিটায় যা বরাদ্দ দেওয়া হয়েছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। এ ছাড়া গ্রামীণ অবকাঠামো যাতে যথাযথভাবে হয়, তা পর্যবেক্ষণেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা