প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৯ পিএম
বৈষম্যহীন সমাজ বিনির্মানে স্কাউটিং থিম নিয়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৭ম জাতীয় কমডেকা (কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প)।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ স্কাউটস সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতল ভূমিতে কমডেকা কার্যক্রম আগামী ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। কমডেকায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মো. ইউনূস।
কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলন মেলা যেখানে অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের সাথে হাতে হাত মিলিয়ে সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ করবে। এই কমডেকায় সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে সক্ষম হবে।
এছাড়াও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানোন্নয়নের অংশ হিসেবে রোভার স্কাউটরা (১৭-২৫ বছর বয়সী ছেলে মেয়ে) এই কমডেকায় অংশগ্রহণ করবে। এবারের কমডেকায় রোভার স্কাউটদের নিয়ে আগামী দিনের বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নতুন বাংলাদেশ গড়ে তোলার উদ্দেশে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশের সকল অঞ্চলের ছেলে-মেয়েরা কমডেকায় এসে নিজেদের মধ্যে অভিজ্ঞতা, পারস্পরিক ধ্যান-ধারণা ও স্বপ্ন বিনিময়, বন্ধুত্ব তৈরি, বিভিন্ন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জে অংশগ্রহণের সুযোগ পাবে এবং অধিক সাফল্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।
সপ্তাহব্যাপী এ কমডেকায় বাংলাদেশের ৬৪ জেলার প্রায় পাঁচ হাজার রোভার স্কাউট, স্বেচ্ছাসেবক রোভার ও কর্মকর্তারা অংশ নেবেন। অংশগ্রহণকারী রোভার স্কাউটসরা সপ্তাহব্যাপী কর্মসূচিতে ১৪টি আকর্ষণীয় চ্যালেঞ্জিং প্রোগ্রামে অংশ নেবেন।
ক্যাম্প উপলক্ষে সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে ৮০০ তাবু টাঙ্গানো, ৪০০ বাথরুম তৈরিসহ সব ধরনের কাজ রয়েছে শেষ পর্যায়ে। কমডেকায় মাঠে নিরাপত্তার জন্য পুলিশের বিশেষ দল বিশেষ চৌকি বসিয়ে চেকপোস্টের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র জনতার অন্দোলনে ৮ জন বীর শহীদ স্কাউটার, রোভার স্কাউট ও স্কাউটদের আত্মত্যাগের স্মরণে কমডেকা মূল এরিনা শহীদ স্কাউটার মীর মাহফুজুর রহমান মুগ্ধ, কমউিনিটি ডেভলপমেন্ট ভিলেজ শহীদ রোভার মো. রোহান আহমেদ খান, ক্যাম্প ইন ক্যাম্প শহীদ রোভার তাঞ্জির খান মুন্না, ক্যাফেটেরিয়া শহীদ স্কাউট গোলাম নাফিজ নামে নামকরণ করা হয়েছে।
৭ম জাতীয় কমডেকা সকল কার্যক্রম ভিলেজ ও সাব ক্যাম্পভিত্তিক অনুষ্ঠিত হবে। কমডেকাতে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা চারটি ভিলেজে বিভক্ত হয়ে সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে। প্রতিটি ভিলেজের আওতায় ২টি করে সাব ক্যাম্প থাকবে।
৭ম জাতীয় কমডেকা ২০২৫ এর নানাবিধ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে রোভার স্কাউটরা শান্তিতে নোবেল বিজয়ী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মহোদয়ের ‘থ্রি জিরো’ তত্ত্বকে প্রচার, প্রসার ও বাস্তবায়নে উদ্দীপ্ত হবে।
ড. মুহাম্মদ ইউনূস ছাত্রজীবনে একজন সক্রিয় স্কাউট ছিলেন। এছাড়া তিনি স্কাউট এবং স্কাউট লিডার হিসেবে দেশ-বিদেশের বিভিন্ন স্কাউট ক্যাম্পে অংশগ্রহণ করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির আহবায়ক ও সড়ক ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মো. এহসানুল হক, এডহক কমিটির সম্মানিত সদস্য সচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, আবু সালেহ মো. মহিউদ্দিন, ফরিদা ইয়াসমিন, অধ্যাপক ফাহমিদা, মু. তৌহিদুল ইসলাম, মো. রেজাইল করিম, মো. শামসুল হক। এছাড়াও বাংলাদেশ স্কাউটস এর প্রফেশনার স্কাউট এক্সিকিউটিভরা উপস্থিত ছিলেন।