ট্রাম্পের সঙ্গে বৈঠক
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩২ পিএম
ভারতে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত
হোয়াইট হাউসের ওভাল অফিসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ নিয়ে কথা হয়েছে। এই ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বেগও জানানো হয়েছে।
বৈঠক শেষে ওয়াশিংটন
ডিসিতে শুক্রবার প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র
সচিব বিক্রম মিশ্রি এসব
কথা জানান। তিনি বলেন, বৈঠকে তাদের দুজনের মধ্যে বাংলাদেশ প্রসঙ্গেও আলোচনা হয়েছে। এ সময় নরেন্দ্র মোদি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের কথা জানিয়েছেন।
তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমরা যা বলব... দুই নেতার আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল। প্রধানমন্ত্রী তার মতামত জানিয়েছেন। প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি ও ভারত এ পরিস্থিতিকে কীভাবে দেখছে, সে বিষয়ে তিনি তার উদ্বেগ জানিয়েছেন।
বিক্রম মিশ্রি আরও বলেন, আমি মনে করি, আমরা আশা করি- বাংলাদেশের পরিস্থিতিও এমন একটি দিকে এগিয়ে যাবে, যেখানে আমরা তাদের সঙ্গে একটি গঠনমূলক ও স্থিতিশীল উপায়ে সম্পর্ক চালিয়ে যেতে পারি। তবে সেই পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। আর প্রধানমন্ত্রী সেসব মতামত প্রেসিডেন্ট ট্রাম্পকে জানিয়েছেন।
এর আগে ভারত ইঙ্গিত দিয়েছিল যে আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশ নিয়ে আলোচনা হতে পারে।
ট্রাম্পের আমন্ত্রণে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন মোদি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর যুক্তরাষ্ট্রে এটিই মোদির প্রথম সফর।
সূত্র : ইউএনবি