× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে স্টারলিংক আনতে মাস্কের সঙ্গে আলোচনা করেছেন ড. ইউনূস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৭ এএম

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কোলাজ: ইউএনবি। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (বাঁয়ে) ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। কোলাজ: ইউএনবি। ছবি : সংগৃহীত

বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কের সঙ্গে আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ভিডিও কলে তারা ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে মাস্কের কোম্পানির সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে দুবাই থেকে প্রধান উপদেষ্টা ভিডিও কনফারেন্সে ইলন মাস্কের সঙ্গে সংযুক্ত হন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এই আলোচনায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার-বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি ড. খলিলুর রহমান, এসডিজি-বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ। স্পেসএক্সের পক্ষে ছিলেন ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার ও গ্লোবাল এঙ্গেজমেন্ট অ্যাডভাইজার রিচার্ড গ্রিফিথস।

প্রেস সচিব শফিকুল আলম জানান, ইলন মাস্কের সঙ্গে আলাপকালে ড. মুহাম্মদ ইউনূস স্টারলিংকের স্যাটেলাইট সংযোগের রূপান্তরমূলক প্রভাব সম্পর্কে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ নারী এবং প্রত্যন্ত অঞ্চলের জনগণের উন্নয়নে উচ্চগতির ও স্বল্পমূল্যের ইন্টারনেট সংযোগ কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে আলোচনা হয়।

ডিজিটাল বৈষম্য দূর করা, সুবিধাবঞ্চিত এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশাধিকার দেওয়া এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের প্রসঙ্গও আলোচনায় উঠে আসে। ড. ইউনূস বলেন, বাংলাদেশের অবকাঠামোর সঙ্গে স্টারলিংক যুক্ত হলে লাখ লাখ মানুষের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশ আরও নিবিড়ভাবে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির সঙ্গে সংযুক্ত হবে।

তিনি আরও বলেন, স্টারলিংক গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ পল্লী ফোনের একটি সম্প্রসারিত অংশ হতে পারে, যা গ্রামের নারী ও তরুণদের বিশ্বমঞ্চে তুলে ধরতে সহায়তা করবে। ইলন মাস্ক এ সময় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ মডেলের প্রশংসা করেন এবং দারিদ্র্য বিমোচনে এর বৈশ্বিক প্রভাবের কথা উল্লেখ করেন। তিনি জানান, গ্রামীণ ব্যাংক ও গ্রামীণফোনের কার্যক্রম সম্পর্কে তিনি দীর্ঘদিন ধরে জানেন।

ইলন মাস্ক আরও বলেন, স্টারলিংকের মতো প্রযুক্তিগত অগ্রগতি বাংলাদেশে উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকে আরও ত্বরান্বিত করতে পারে।

ড. ইউনূস বাংলাদেশে স্টারলিংক সেবা চালুর জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। মাস্ক এই আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেন এবং বলেন, ‘এর জন্য আমি অপেক্ষায় আছি।’

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এই আলোচনা উন্নত স্যাটেলাইট সংযোগ চালুর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে, যা বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, ডিজিটাল অন্তর্ভুক্তি ও উদ্ভাবনকে ত্বরান্বিত করবে। উভয় পক্ষ দ্রুত অগ্রগতি আনতে সম্মত হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ড. খলিলুর রহমান, লরেন ড্রেয়ার ও রিচার্ড গ্রিফিথসকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা