সুনামগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩১ পিএম
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৮ পিএম
আরিফুল হক চৌধুরী। প্রবা ফটো
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আসন্ন মাহে রহজানের আগে নিত্যপণ্যের দাম কমাতে হবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পুরাতন বাস স্টেশনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক বলেন, পতিত ফ্যাসিস্ট সরকার দেশের সকল খাতকে ধ্বংস করে দিয়েছে। তাই দেশকে রক্ষা করতে তারেক রহমান দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করেছেন। ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে তার প্রতিফলন ঘটেছে। এখন প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করুন।
তিনি বলেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র এখনও চলছে, সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। কোন ধরনের দুষ্কৃতিকারি যেনো দলে ঢুকতে না পারে। এমন কোন কাজ করবেন না যাতে বিএনপির প্রতি মানুষের আস্থা নষ্ট হয়। আওয়ামী দুঃশাসনে যারা যুক্ত ছিলো তাদের কোন ভাবেই দলে আনবেন না।
সুনামগঞ্জ বিএনপির ঘাঁটি উল্লেখ করে তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসলে সুনামগঞ্জের সকল সেক্টরে উন্নয়ন হবে। কারণ ফ্যাসিস্ট হটাতে সুনামগঞ্জবাসীর আন্দোলনে আমরা মুগ্ধ।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহ কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।