× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণহত্যাকারীদের বিচার দাবিতে শাহবাগে অবরোধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০ পিএম

অবরোধ কর্মসূচি পালন করছেন নিহতদের পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

অবরোধ কর্মসূচি পালন করছেন নিহতদের পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

জুলাই-আগস্ট অভ্যুত্থানে গণহত্যায় জড়িতদের বিচার এবং নিহত-আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ কর্মসূচি পালন করছেন নিহতদের পরিবারের সদস্যরা।

ফলে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টা থেকে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় কয়েকজনের হাতে নিহতদের ছবি এবং ন্যায়বিচারের আহ্বান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। কেউ কেউ সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান।

অবরোধকারীরা বলেন, আমরা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে গিয়েছি, কিন্তু সহানুভূতির পরিবর্তে পেয়েছি অবহেলা ও অসম্মান।

জুলাই গণহত্যায় চলমান বিচারিক কার্যক্রমের সমালোচনা করে নিহতদের পরিবার বিষয়টিকে ‘সার্কাস’ বলেও অভিহিত করেন। 

তারা বলেন, মারাত্মক ক্র্যাকডাউনের আদেশ দানকারী এবং পরিকল্পনা বাস্তবায়নকারী অনেকেই এখনও বিচারের সম্মুখীন হয়নি। অধিকাংশ অপরাধী প্রকাশ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছেন। এটা শহীদদের স্মৃতির প্রতি অপমান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় না ছাড়ারও ঘোষণা দেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের দাবিগুলো হলো– প্রতিটা হত্যার বিচারের লক্ষ্যে আসামিদের দ্রুত গ্রেপ্তার, ১০ দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে; শহীদ ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে; শহীদ পরিবারের দ্রুত পুর্নবাসনের ব্যবস্থা করতে হবে; শহীদ পরিবারের সঙ্গে আলোচনা করে ন্যায্য সম্মানী দিতে হবে; শহীদ পরিবারের জন্য দ্রুত মাসিক সম্মানীর ব্যবস্থা করতে হবে এবং শহীদদের বীরের মর্যাদা দিতে হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ‘বিক্ষোভকারীরা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা