× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বঙ্গবন্ধুর বা‌ড়ি এখন ধ্বংসস্তূপ, যে যা পার‌ছেন নি‌য়ে যা‌চ্ছেন

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৩ পিএম

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। ছবি : সংগৃহীত

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। ছবি : সংগৃহীত

গণঅভ্যুত্থা‌নে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতার রোষানলে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। এক্সকাভেটর ও দুটি বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডির ৩২ নম্বর বাড়িটি। সেই ধ্বংসস্তুপ থেকে বই-লোহা-নারকেল যে যা পাচ্ছেন, সবই নিয়ে যাচ্ছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সরেজমিনে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে দেখা যায়, কালের সাক্ষী হয়ে টিকে থাকা বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত রাত থেকে চলা তিন তলাবিশিষ্ট বাড়িটি ভাঙার কাজ প্রায় এক তৃতীয়াংশ শেষ হ‌য়ে‌ছে। সারা রাত ভাঙার কাজে অংশ নেওয়া যান্ত্রিক দানব এক্সকাভেটর সকাল ৭টার পর আবার সক্রিয় হয়েছে। বাড়িটির আশেপাশে থাকা বাকি স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ধসে পড়া ছাদ ও রেলিংয়ের ভাঙা অংশ থেকে বেরিয়ে আসা রড সংগ্রহের চেষ্টা করছেন কেউ কেউ। কেউ আবার হাতুড়ি পিটিয়ে ধসে পড়া ছাদ ভাঙার চেষ্টা করছেন। কেউ কেউ এখানে-সেখানে পড়ে থাকা লোহার রড ও ইস্পাতের অংশ কুড়িয়ে নিচ্ছেন।

 ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ হিসেবে পরিচিত বাড়িটির পেছনের ৫ তলা ভবন থেকেও বিভিন্ন অবকাঠামো নিয়ে যেতে দেখা গেছে। সেই ভবন থেকে প্রচুর বই নিয়ে যায় উৎসুক জনতা। সে সব বইয়ের মধ্যে রয়েছে- অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, সিক্রেট ডকুমেন্টস অব ইন্টিলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কিছু ভলিউম-৩, জনসমুদ্রে এক মহামানব, জাতির জনক, শেখ রাসেল ইত্যাদি।

এছাড়া লোহার অবকাঠামো ও বইয়ের পাশাপাশি গাছের গুড়ি দিয়ে তৈরি করা ঘর সাজানোর শো-পিসও নিয়ে যেতে দেখা যায়। কেউ কেউ ৩২ নম্বর বাড়ির প্রাঙ্গনে থাকা নারিকেল গাছে উঠে নারিকেলও পেরে নিয়ে গেছেন।

গত ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের ছয় মাস বুধবার রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করার ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র-জনতা ও অনলাইন অ্যাকটিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে ‘বুলডোজার মিছিল’ এবং ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচির ডাক দেন। পরে রাত ৮টার দিকে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা