প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:২৫ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৪ এএম
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে ভাঙচুর চালাচ্ছে ছাত্র-জনতা। প্রবা ফটো
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্য ঘিরে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে ভাঙচুর চালায় ছাত্র-জনতা।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে একদল ছাত্র-জনতা বিভিন্ন স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে বাড়ির দেয়াল, দরজা-জানালাসহ বিভিন্ন কক্ষে ভাঙচুর করে।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়, ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় ছাত্রদের উদ্দেশে বক্তব্য দেবেন।
এরপর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। তবে শেখ হাসিনার ভাষণের আগেই এ ভাঙচুরের ঘটনা ঘটলো।
এর আগে সন্ধ্যায় ‘উৎসব হোক!’ লিখে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এদিকে ফেসবুকে স্ট্যাটাসে হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে।’
আরেক পোস্টে হাসনাত লেখেন, ‘হাসিনাকে বক্তব্য প্রকাশের সুযোগ দেওয়াকে বাংলাদেশের ফ্যাসিবাদ-বিরোধী জনগণের বিরুদ্ধে ভারতের যুদ্ধ হিসেবে দেখি।’