× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুদকের অভিযান

সিআরআই নেই ঠিকানায়, ব্যাংকে ৩৫ কোটি টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৫০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) খোঁজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির কোনো অফিসের ঠিকানা খুঁজে পায়নি দুর্নীতিবিরোধী সংস্থাটি।

মঙ্গলবার (ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডির ৬/এ-তে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ। 

অভিযান শেষে রাজু আহমেদ সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা ক্ষতিসাধন করছে কি না সেটা যাচাই করার জন্য এসেছি। ধানমন্ডির কয়েক জায়গা ঘুরেও আমরা সিআরআইর অফিস খুঁজে পাইনি। আমরা প্রাথমিকভাবে তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি। সেই পরিপ্রেক্ষিতে অভিযানে আসছি। ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আমরা সেটা জেনেছি। সেই তথ্য যাচাই করতে হলে আমাদের রেকর্ডগুলো সংগ্রহ করতে হবে। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান। তারা (সিআরআই) নন-প্রফিট অর্গানাইজেশন হিসেবে আত্মপ্রকাশ করে। আমরা যে নিয়মিত অভিযান করি সেটারই একটি অংশ আজকের অভিযান। অভিযোগে যতটুক তথ্য ছিল সেই তথ্য যাছাই করতে আজ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সিআরআইর যে সব ব্যাংকে হিসাব চালু ছিল ওই সব ব্যাংক (ডাচ-বাংলা, আইএফআইসি, সোনালী ব্যাংক) হতে তথ্য সংগ্রহ করা হয়।’

অফিসের ঠিকানা না পেলেও সিআরআইর ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআরের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল এক সংবাদ সম্মেলনে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আইএফআইসি ব্যাংকে সিআরআই নামের প্রতিষ্ঠানটির ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর রয়েছে। এ ছাড়া সোনালী ব্যাংকে লেনদেনের তথ্যও পাওয়া গেছে।

দুদক সূত্র জানায়, আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআইর পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি করেছে অভিযোগে দুদক তাদের ধানমন্ডির কার্যালয়ে অভিযান চালায়। 

জানা গেছে, আওয়ামী লীগের পক্ষে জনমত গঠনে ২০১০ সালে দৃশ্যমান হয় সিআরআই। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় সিআরআইর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ভাইস চেয়ারম্যান, আর হাসিনার বোন শেখ রেহেনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি সিআরআইর ট্রাস্টি। এ ছাড়া সাবেক বিদ্যুৎ জ্বালানিমন্ত্রী নসরুল হামিদের নাম রয়েছে সিআরআইর ট্রাস্টি হিসেবে। সিআরআইর তত্ত্বাবধানে ২০১৪ সালে ‘ইয়াং বাংলা’ নামে অঙ্গপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়। কয়েক বছর ধরে যুব উদ্যোক্তা ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে চালু করা হয় ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। এ ছাড়া বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে ‘জয় বাংলা কনসার্ট’ হয়ে আসছিল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা