× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবি

নিহতদের ৩ জন গোপালগঞ্জের, পরিবারে চলছে শোকের মাতম

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৪৮ পিএম

নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রবা ফটো

নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। প্রবা ফটো

অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে বাংলাদেশের নিহত ২৩ জনের মধ্যে ৩ জনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

নিহতেরা হলেন- জেলার মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী গ্রামের মেহেদী শেখের ছেলে আরাফসান ইসলাম আশিক, একই গ্রামের ওহাব খন্দকারের ছেলে সাত্তার খন্দকার ও মোল্লাদী গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে রফিকুল শেখ। এছাড়া সাইফুল ব্যাপারি নামে জেলার আরও এক যুবকের খোঁজ পাচ্ছে না তার পরিবার।

নিহত আশিকের বাবা মেহেদী শেখ বলেন, ‘ছেলেকে ইতালি পাঠানোর জন্য লোন ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে টাকা নিয়ে ১৭ লাখ টাকা দেই পাশের শ্রীজিতপুর গ্রামের রকমান হাওলাদারের ছেলে দালাল বাবু হাওলাদারকে। লিবিয়া যাওয়ার পর ৩/৪ বার কথা হয়। আমি দালাল বাবু হাওলাদারের শাস্তি চাই।’

ছাত্তার খন্দকারের স্ত্রী লাবনী খন্দকার বলেন, ‘লিবিয়া পৌঁছানোর পর আমার কাছ থেকে তিনদফা টাকা নিয়েছে। ২৪ লাখ টাকা নেওয়ার কথা থাকলেও টাকা নিয়েছে ২৬ লাখ।’

রফিকুলের চাচা মো. জয়নাল শেখ বলেন, ‘স্বপ্নপূরণ করতে ইতালি যাওয়ার জন্য নিজের ভিটে-বাড়ি সব বিক্রি করে ২০ লাখ টাকা দেওয়া হয়েছিল। বাবা-মাহীন আমার বড় এক ভাই ছাড়া পরিবারে আর কেউ নেই।’

লাশ দ্রুত ফেরত পাওয়ার জন্য সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন নিহতদের পরিবারগুলো। তাদের দাবি- দালালদের গ্রেপ্তার করে যেন শাস্তির আওতায় আনা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা