প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০ পিএম
রবিবার দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেছেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ছবি : সংগৃহীত
যথাযথ চিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে রাজধানীর আগারগাঁওয়ের সড়ক অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহতরা।
রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের রাজস্ব ভবন থেকে শুরু করে টিবি হাসপাতালের রাস্তা বন্ধ করে দেন অরোধকারীরা।
এসব এলাকা দিয়ে যানবাহন যেতে দেওয়া হয়নি। রোগী বা অ্যাম্বুলেন্স দেখে ছেড়ে দেওয়া হয়। এ অবস্থায় এই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশে দেখা দেয় যানজট। শনিবার সন্ধ্যা থেকেই তারা সড়কে অবস্থান নেন।
আহতরা জানিয়েছেন, তাদের অনেকেই এখনও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না, এমনকি অনেকের আঘাত গুরুতর হওয়া সত্ত্বেও সঠিক চিকিৎসার অভাব রয়েছে।
মিরপুর সড়কেও বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা। তাদের একজন সাব্বির জানিয়েছেন, তারা আজ পরিস্থিতি দেখবেন, কিন্তু আগামীকাল যদি কোনো কর্তৃপক্ষ না আসে বা তাদের দাবি না মানা হয়, তাহলে তারা সচিবালয়ের দিকে যেতে প্রস্তুত। তাদের অভিযোগ, চিকিৎসা ও সহায়তার জন্য সহায়তা প্রক্রিয়া ধীরগতিতে চলছে, যা তাদের হতাশ করেছে।
বিক্ষোভকারীরা জানিয়েছেন, সরকার তাদের সুচিকিৎসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও তারা এখন পর্যন্ত কার্যকর চিকিৎসা পাননি। অনেক আহত ব্যক্তি অভিযোগ করেছেন, হাসপাতালে গিয়ে তারা শুধু ব্যথার ওষুধ বা কিছু ড্রপ পেয়ে বাড়ি পাঠানো হচ্ছে। তাদের দাবির মধ্যে অন্যতম হলো, গুরুতর আহতদের চিকিৎসা বিদেশে পাঠানোর ব্যবস্থা করা।
এছাড়া আন্দোলনকারীদের মধ্যে কেউ কেউ রাস্তার মাঝে চাদর বিছিয়ে শুয়ে আছেন বা বেঞ্চে বসে আছেন। তাদের দাবির মূল বিষয় হলো, রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি তাদের চিকিৎসা নিশ্চিত করা, যেন তারা শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে পারেন।