প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২২ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০০:২৩ এএম
ছবি: সংগৃহীত
উন্নত চিকিৎসার দাবি নিয়ে আবারও রাস্তায় নেমেছেন জুলাই গণআন্দোলনে আহতরা। এ বিষয়ে গুরুত্ব না দেওয়ার অভিযোগও করছেন তারা।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার পর তারা ঢাকায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতাল) সামনে সড়ক অবরোধ করেন। ফলে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তার ওপর আড়াআড়ি করে বেঞ্চ রেখে তাদের অনেকে বসে পড়েন। কেউ সড়কে শুয়ে-বসে পড়েন। ক্র্যাচে ভর করে অনেকে অবরোধে অংশ নেন। তারা সবাই পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।
এ সময় তারা পঙ্গু হাসপাতাল, নিউ সায়েন্স ও চক্ষু বিজ্ঞান হাসপাতালসহ আশপাশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী আন্দোলনের শতাধিক আহত রাস্তায় নেমে পড়েছেন।
তাদের কাউকে সড়কে শুয়ে স্লোগান দিতে দেখা যায়, কাউকে স্ট্রেচারে ভর করে স্লোগান ধরতে দেখা যায়। তারা নানা ধরনের বৈষম্যবিরোধী স্লোগান দেন।
উন্নত চিকিৎসার দাবিতে এর আগেও সড়ক অবরোধ করেছেন জুলাই-অগাস্টের গণআন্দোলনে আহতরা। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করা হচ্ছে।