প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১৯ পিএম
প্রতীকী ছবি
রাজধানীর আদাবরের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত কিশোর গ্যাংয়ের ৮ সক্রিয় সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জিহাদ সরদার, রবিউল, স্বপন, কাঞ্চন, নাজমুল হোসেন, মাসুদ রানা, ফয়সাল ও ইউসুফ আলী।
শনিবার (১ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, ‘শুক্রবার আদাবরের সুনিবিড় হাউজিং ও বেড়িবাঁধ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।’
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, ‘গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তার কিশোর গ্যাংয়ের সদস্যদের নামে আদাবরসহ বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, দস্যুতার চেষ্টার একাধিক মামলা রয়েছে। এদের মধ্যে দুজন দস্যুতার চেষ্টার মামলার একাধিক চার্জশিটভুক্ত আসামি।’
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।