× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তিন শর্ত মেনে নিলেই সম্ভব ঐক্যবদ্ধ ইজতেমা’

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৯ পিএম

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে কথা বলেন শুরায়ি নিজাম তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। প্রবা ফটো

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে কথা বলেন শুরায়ি নিজাম তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। প্রবা ফটো

তিনটি শর্ত মেনে নিলেই ঐক্যবদ্ধ ইজতেমা সম্ভব বলে মন্তব্য করেছেন শুরায়ি নিজাম তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান। রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে বিশ্ব ইজতেমা ময়দানে পুলিশের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যে কারণে ইজতেমা বিভক্ত হলো, সে কারণটা সমাধান হলেই ঐক্যবদ্ধ হওয়া যায়। ওই কারণটার জন্য আমাদের ওলামায়ে কেরাম ও সারাবিশ্বের আলেমরা তিনটি শর্ত দিয়েছেন।’

শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, ‘মাওলানা সাদ নিজেকে এককভাবে নেতা মনে করছেন। আমরা বলেছি- এককভাবে নয়, এটি একটি সুরার মাধ্যমে চলবে। আরেকটি হচ্ছে- উনি (মাওলানা সাদ) নিজস্বভাবে ওনার দাদা, পর-দাদারা ইজতেমার জন্য তাবলিগের যে নিয়ম করে গেছেন, মাশওয়ারা ছাড়াই নতুন নতুন কিছু নিয়ম সৃষ্টি করেছেন। তা বাদ দিতে হবে।’

তৃতীয় শর্ত হিসেবে তিনি বলেন, ‘মাওলানা সাদ সাহেব কোরআন হাদিসের খেলাফ করে যেসব মনগড়া বক্তব্য দিয়েছেন, সেগুলো থেকে তাকে ফিরে আসতে হবে। এ তিনটি শর্ত যদি মাওলানা সাদ সাহেব মেনে নেন, তাহলে আমাদের ঐক্যবদ্ধ হতে আর কোনো বাধা থাকবে না। আমাদের সঙ্গে কারো কোনো দুশমনি বা টাকা পয়সার জন্য ভাগ হয়নি। আমরা শরিয়তের কারণে এখানে আটকে আছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা