× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজিবির নাম বিডিআর করাসহ ৬ দাবি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২২:২৯ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২২:৩১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বর্তমান ‘বর্ডার গার্ড বাংলাদেশ’-এর (বিজিবি) নাম পুনরায় ‘বাংলাদেশ রাইফেলস’ (বিডিআর) করাসহ ৬ দফা দাবি জানিয়েছেন জাস্টিস ফর বিডিআর নামের একটি প্লাটফর্ম।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এ সময় জাস্টিস ফর বিডিআরের নেতৃবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নির্যাতিত বিডিআর সদস্যদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহীন সরকার।

লিখিত বক্তব্যে গত ১৭ বছর ধরে অন্যায়ভাবে জেলে আটক থাকা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি, বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার নিশ্চিত, বিস্ফোরক মামলা বাতিল, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়াসহ অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে ৬ দফা দাবি জানায় প্লাটফর্মটি। 

সমন্বয়ক মাহীন সরকার বলেন, ‘আমাদের ৬টি দাবি যৌক্তিক; দাবিগুলো দ্রুত মেনে নেওয়া হোক। যারা জেলবন্দি জীবন কাটাচ্ছেন তাদেরকে মুক্তি দেওয়া হোক। শুধু তাই না, শহীদ, আহত ও জেল বন্দিদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারকে নিয়ে কঠোর কর্মসূচি গ্রহণ করব।’

তাদের দাবিগুলো হলোÑ ইতোমধ্যে হত্যা মামলায় খালাসপ্রাপ্ত এবং সাজা শেষ হওয়া জেলবন্দি বিডিআর সদস্যদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রহসনের বিস্ফোরক মামলা বাতিল করতে হবে। পিলখানার ভেতরে ও বাইরে ১৮টি বিশেষ আদালত এবং অধিনায়কের সামারি কোর্ট গঠন করে যেসব বিডিআর সদস্যের চাকরিচ্যুত করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে এবং ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। গঠিত কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করার জন্য প্রজ্ঞাপনে উল্লিখিত ব্যতীত শব্দ এবং কার্যপরিধি ২-এর (ঙ) নং ধারা বাদ দিতে হবে। স্বাধীন তদন্ত রিপোর্ট সাপেক্ষে অন্যায়ভাবে দণ্ডিত নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি দিতে হবে এবং পিলখানা হত্যাকাণ্ডের সঠিক কারণ উদঘাটন, মূল ষড়যন্ত্রকারী, হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ হওয়া ৫৭ সেনা কর্মকর্তা, ১০ জন বিডিআর সদস্যসহ মোট ৭৪ জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সবাইকে বিচারের আওতায় আনতে হবে। স্বাধীনতা-সার্বভৌমত্বের গৌরবোজ্জ্বল ইতিহাস ধারণকারী বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। পিলখানার হত্যাকাণ্ডে সব শহীদের স্মরণে জাতীয় দিবস ঘোষণা করতে হবে এবং শহীদ পরিবারের সর্বপ্রকার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এর আগে গত ১৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বিডিআর সদস্যদের দ্রুত মুক্তির দাবিতে ৬ দফা দাবি ঘোষণা করেন তারা। সেদিন তারা দাবিগুলোÑমেনে নেওয়ার জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন। তবে সবগুলো দাবি মেনে না নেওয়ায় গতকাল তারা নতুন করে ৬ দফা দাবি জানান। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা