× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য উত্তোলন

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ২১:৪৪ পিএম

ইজতেমার ১০টি পয়েন্টে হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মীরা মুসল্লিদের কাছ থেকে সাহায্য তুলছেন। ছবি : সংগৃহীত

ইজতেমার ১০টি পয়েন্টে হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মীরা মুসল্লিদের কাছ থেকে সাহায্য তুলছেন। ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে শুক্রবার (৩১ জানুয়ারি)। বিগত বছরগুলোর ন্যায় এবারও ইজতেমায় ফিলিস্তিনিদের জন্য সাহায্য তুলছে বেশ কয়েকটি সেবাদানকারী সংগঠন। জুমার নামাজের আগে ইজতেমার বিদেশি মেহমানদের গেটের এলাকাসহ বিভিন্ন পয়েন্টে এ সাহায্য তোলা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইজতেমার ১০টি পয়েন্টে হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মীরা মুসল্লিদের কাছ থেকে সাহায্য তোলেন। একই উদ্দেশে আরও কয়েকটি দলও সাহায্য তোলে। মুসল্লিরাও তাদের ডাকে সাড়া দিয়ে সাধ্যমতো সহায়তা করছেন।

হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মী আব্দুল হালিম বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান সব সময় ফিলিস্তিনি মুসলমানদের পাশে থাকে। তাদের পাশে দাঁড়াতে সব ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা কামনা করছি।’

রাকিবুল ইসলাম নামের আরেক কর্মী বলেন, ‘আমরা সবাই শিক্ষার্থী ও হাফেজ্জী হুজুর সেবা ফাউন্ডেশনের কর্মী। আমরা ইজতেমার বিভিন্ন পয়েন্টে সাহায্য তুলছি। এ সাহায্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফিলিস্তিনি মুসলমানদের কাছে পাঠানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা