× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিশ্ব ইজতেমার প্রথম দিনে দুই মুসল্লির মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:১০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (৩১ জানুয়ারি) দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।

দুই মুসল্লি হলেন- আব্দুল কুদ্দুস গাজী এবং ছাবেত আলী।

হাবিবুল্লাহ রায়হান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।

এছাড়া ছাবেত আলী নামে আরেক মুসল্লিও মারা গেছেন। তিনি শেরপুরের শ্রীবরদি এলাকার বাসিন্দা। এলাকার তার বাবার নাম সব্দুল্লাহ্। তিনি ইজতেমার ৪৬ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন।

শুক্রবার সন্ধ্যায় মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে ইজতেমার ৫৮তম আয়োজন শুরু হয়। এছাড়া খিত্তায় খিত্তায় চলছে দ্বীনি আলোচনা। দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা