প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৯:৩৫ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫ ২০:১০ পিএম
ছবি : সংগৃহীত
বিশ্ব ইজতেমার প্রথম দিন শুক্রবার (৩১ জানুয়ারি) দুই মুসল্লির মৃত্যু হয়েছে। ইজতেমার শুরায়ে নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান গণমাধ্যমকর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই মুসল্লি হলেন- আব্দুল কুদ্দুস গাজী এবং ছাবেত আলী।
হাবিবুল্লাহ রায়হান জানান, সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল কুদ্দুস গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার এলাকার লোকমান হোসেন গাজীর ছেলে।
এছাড়া ছাবেত আলী নামে আরেক মুসল্লিও মারা গেছেন। তিনি শেরপুরের শ্রীবরদি এলাকার বাসিন্দা। এলাকার তার বাবার নাম সব্দুল্লাহ্। তিনি ইজতেমার ৪৬ নম্বর খিত্তায় অবস্থান করছিলেন।
শুক্রবার সন্ধ্যায় মাওলানা আহমাদ লাটের বক্তব্যের মধ্য দিয়ে ইজতেমার ৫৮তম আয়োজন শুরু হয়। এছাড়া খিত্তায় খিত্তায় চলছে দ্বীনি আলোচনা। দিনভর কোরআন এবং হাদিস থেকে নানা নসিহতমূলক বক্তব্য শুনে নিজেকে কল্যাণের পথে পরিচালিত করার দীক্ষা নেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের বাসিন্দারা। এছাড়া দুই হাজারের বেশি বিদেশি মেহমানও এতে অংশ নিয়েছেন।