প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৫ ১৮:১০ পিএম
ছবি : সংগৃহীত
শ্রম সংস্কার কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেছেন, বৈষম্যহীন সমাজ গঠন ও শ্রম অধিকার প্রতিষ্ঠায় ঐক্যের কোনো বিকল্প নেই। সুশৃঙ্খল সংগঠনই কেবল শক্তি অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে।
শুক্রবার (৩১ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার কংগ্রেস (বিএলসি)-এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ন্যায় ভিত্তিক সমাজ গঠনে শ্রম আইনকে যুগোপযোগী করার জন্য শ্রম সংস্কার কমিশন কাজ করছে। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সংগঠনের সভাপতি আবু ইউসুফ মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমা আখতারের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেবার কোর্টের সভাপতি আবদুস সাত্তার ও আওয়াজ ফাউন্ডেশনের চেয়ারম্যান মমতাজ বেগম।
সূত্র : বাসস