× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদস্যদের বিক্ষোভ, বঙ্গবাজারে যানজট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮ পিএম

চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন পুলিশ সদস্যরা। প্রবা ফটো

চাকরি পুনর্বহালের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করেছেন পুলিশ সদস্যরা। প্রবা ফটো

চাকরিতে পুনর্বহালের দাবিতে রাজধানীর বঙ্গবাজার এলাকায় পুলিশ সদর দপ্তরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী সরকারের আমলে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। এতে পুলিশ সদর দপ্তরের নামনে থেকে  বঙ্গবাজার মোড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে। 

বুধবার (২৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে অবস্থান কর্মসূচি পালন করেন সাবেক এ পুলিশ সদস্যরা।

বুধবার সকাল থেকে সদর দপ্তরের সামনের ফুটপাতে অবস্থান কর্মসূচি পালন করছিলেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের আশ্বাস না পেয়ে সড়ক অবরোধ করেন তারা।

সাবেক পুলিশ সদস্যরা সড়কে নামলে সদর দপ্তরের গেটে শতাধিক পোশাকধারী পুলিশ সদস্য অবস্থান নেন। এ সময় তারা সড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে বঙ্গবাজার মোড় পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়।

চাকরিচ্যুত পুলিশ সদস্যরা জানান, আওয়ামী সরকারের আমলে দুই হাজার দুইশত পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়। চাকরিচ্যুত এই পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

চাকরিচ্যুত উপ-পরিদশ্যক (এসআই) রহমত উল্লাহ নাওসাদ বলেন, আমরা গত ছয় মাস ধরে আমাদের দাবি জানিয়ে আসছি। পুনর্বহালের কথা বললেও এখনও কোনো দৃশ্যমান সিদ্ধান্ত আসেনি। আদালত থেকে রায় পাওয়ার পরও আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আজ আবার অবস্থান কর্মসূচিতে নেমেছি। রাস্তা অবরোধ করেছি।

চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশ দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।

তিনি আরও বলেন, বিষয়টি সমাধানের জন্য পুলিশ সদর দপ্তর থেকে আমাদের কাছ থেকে এক ঘণ্টা সময় নিয়েছে। আমরা তাদের সিদ্ধান্তের অপেক্ষায় আছি।

অবস্থান কর্মসূচিতে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা, আমার পোশাক ফিরিয়ে দে- নইলে বিষ কিনে দে, আমার সোনার বাংলায়- বৈষম্যের ঠাঁই নাই, চাই চাই- নির্বাহী আদেশ চাই ইত্যাদি স্লোগান দিতে শুনা যায়।

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা তাদেরকে বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছেন না।,

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা