× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও কোডার্সট্রাস্টের যৌথ উদ্যোগে ১০০ শিক্ষার্থীর পুনর্বাসন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১৫:৪৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ১০০ শিক্ষার্থীর (৫০ জন পুরুষ এবং ৫০ জন নারী) পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গ্লোবাল এডটেক প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

বুধবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল আহসান এবং কোডার্সট্রাস্ট-এর সিইও মো. শামসুল হক। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

সমঝোতা স্মারক অনুযায়ী, ‘কোডার্সট্রাস্ট’ আহত শিক্ষার্থীদের তিন মাসব্যাপী ডিজিটাল দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করবে। এছাড়া, প্রশিক্ষণপ্রাপ্তদের ৫০ শতাংশ এর কর্মসংস্থানের সুযোগ তৈরি করে ফ্রিল্যান্সিং বা রিমোট ওয়ার্কে সহায়তা করবে।

কোডার্সট্রাস্ট-এর চেয়ারম্যান আজিজ আহমেদ এর বক্তব্য অনুযায়ী, “কোডার্সট্রাস্ট বুঝতে পেরেছে যে অনেক শিক্ষিত যুবক-যুবতী মারাত্মকভাবে বেকার বা কর্মহীন অবস্থায় রয়েছে। ডিগ্রি থাকা সত্ত্বেও, তাদের একটি বড় অংশ হতাশায় দিন কাটাচ্ছে। আমরা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাথে অংশীদার হতে পেরে আনন্দিত, যেখানে আমরা ডিজিটাল স্কিল প্রশিক্ষণের মাধ্যমে এসব স্নাতকদের বৈশ্বিক শ্রমবাজারের অংশ হওয়ার সুযোগ তৈরি করে দিচ্ছি।”

সমাজকল্যাণ মন্ত্রণালয় এই প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় তালিকা এবং কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করবে। কোডার্সট্রাস্ট তাদের বনানী ক্যাম্পাসে শিগগিরই এই প্রশিক্ষণ শুরু করবে।

এই উদ্যোগ ডিজিটাল দক্ষতা উন্নয়নের মাধ্যমে ব্যক্তি সক্ষমতা বৃদ্ধিতে এবং টেকসই জীবিকার সুযোগ তৈরিতে উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতি প্রকাশ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা