× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই বিপ্লবে আহত ৬ জনকে পাঠানো হলো থাইল্যান্ডে

প্রবা প্রতি‌বেদক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:০২ পিএম

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবে আহত হয়ে সিএমএইচ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ বিমানের থাইল্যান্ডগামী ফ্লাইটে তাদের পাঠানো হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান।

সিএমএইচে চিকিৎসাধীন তিনজন হলেনÑ মোহাম্মদ ইসরাফিল (১৫), রোমান ঢালী (১৭) ও  তাহসিন হোসেন (১৩)। এ তিনজনই আন্দোলনে গুলিবিদ্ধ আহত হন। এর মধ্যে মোহাম্মদ ইসরাফিলের বাঁ হাতে গুলিবিদ্ধ হওয়ায় তার বাঁ হাতের নার্ভ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাড়। মূলত রোবোটিক ফিজিওথেরাপির জন্যই তাকে নেওয়া হচ্ছে। রোমান ঢালি ও তাহসান হোসেনের গুলি লেগেছে পিঠে। এতে তাদের স্পাইনাল কর্ড ইনজুরি হয়েছে। তারা হাঁটাচলা করতে পারছেন না। মূলত রোবটিক ফিজিওথেরাপির জন্যই তাদের পাঠানো হচ্ছে।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রাজিবের (৩৬) মাথায় গুলি লেগেছে, কিন্তু অপারেশনের পরও তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে থাইল্যান্ড পাঠানো হয়। মিজানুর রহমান মুখে গুলিবিদ্ধ হন। তার মুখমণ্ডলের অবস্থা পরিবর্তিত হয়ে যায়। আর হাফিজুর রহমান হাবিবের স্পাইনাল কর্ডে ইনজুরি দেখা দেয়। তাকে রোবোটিক ফিজিওথেরাপির জন্য ব্যাংকক হাসপাতালে পাঠানো হয়েছে।

জুলাই আন্দোলনে আহত ইমরান হোসেন ও মহিউদ্দিনের চোখের চিকিৎসার জন্য মঙ্গলবার সিঙ্গাপুর হাসপাতালে পাঠানো হয়। এর আগে চোখের চিকিৎসার জন্য সাতজনকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা