ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৮:৪৭ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ২০:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী ও চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে বাঁধ নির্মাণের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউটের
৫৫তম পরিচালনা বোর্ডের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা
হাসান এ কথা বলেন। এর আগে বোর্ডের সভায় প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত হন তিনি।
ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী ও চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের ক্ষেত্রে
দেশে পানি সংকট ও খরায় কোনো প্রভাব পড়বে কি-না? এমন প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন,
‘ভারতের অরুণাচল প্রদেশের সিয়ান নদী ও চীনের তিব্বত সীমান্তে বাঁধ নির্মাণের ক্ষেত্রে
বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রাখার কথা বলা হয়েছে। চীনের তিব্বতে সর্ববৃহৎ জলবিদ্যুৎ
কেন্দ্র নির্মাণের প্রকল্পের বিষয়ে তথ্য চেয়ে চীনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
সে প্রেক্ষিতে চীন আমাদের বলেছে, তাদের এই প্রকল্পে লোআর রিপারিয়ান (নিম্ন জলজ ভূমি
এলাকা) দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে না।’
তিনি আরও বলেন, ‘তারপরও পানিসম্পদ মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র
মন্ত্রণালয়কে জানানো হয়েছে, তারা যেন তথ্য-উপাত্ত চায়। কারণ তথ্য-উপাত্ত না পেয়ে
এখনও বলা সম্ভব নয়। অন্যদিকে ভারতে যেখানে বাঁধ নির্মাণের কথা বলা হচ্ছে, সেখানে অভ্যন্তরীণ
বিরোধ রয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজের সহিংসতার ক্ষেত্রে সবাইকে ধৈর্য
ধরার আহ্বান জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, ‘ছাত্রদের আন্দোলনের বিষয় নিয়ে সরকারি
সংস্থা কাজ করছে। এ সহিংসতার পেছনে কোনো উস্কানি রয়েছে কিনা সে বিষয়ে সরকারি সংস্থা
কাজ করছে। তারা তদন্ত করে বের করবে এগুলো উস্কানিমূলক ছিল কি না। এটা মেডিকেট করার
আর কোনো উপায় ছিল কিনা। আমরা সবাইকে আহ্বান করবো ধৈর্য ধরার জন্য।’
উপদেষ্টা বলেন, ‘এখন দেশ গড়ার সময়, এখন দেশ না গড়ে আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ছি,
এটা কারো জন্য শুভ নয়। বিশেষ করে ছাত্র সমাজের ওপরে আমরা অনেক ভরসা করি। দেশ থেকে
ফ্যাসিবাদ চলে গেছে, গণতন্ত্রের পথে যাত্রার সুযোগ তৈরি হয়েছে। আমরা শিক্ষার্থীদের
অভিবাদন জানাই, তারা যেন এই জিনিসটা তাদের মাথায় রাখেন।’
তিনি বলেন, ‘গণতন্ত্রের পথে যাওয়া আমাদের জন্য এমনিতেই কঠিন। কোনো অসহিষ্ণু আচরণের
জন্য তা, যেন বাধাগ্রস্ত না হয়। সব বিরোধের শান্তিপূর্ণ সমাধানের পথ রয়েছে।’
এ সময় প্রতিষ্ঠানটির মহাপরিচালক এস এম আবু হুরায়রা, পানি উন্নয়ন
বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ, ফরিদপুরের
জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা উপস্থিত ছিলেন।