× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছে : ডিএমপি কমিশনার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৫:১৮ পিএম

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ফটো

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ধৈর্যের সঙ্গে সামাল দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে দেশের আইন-শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, রবিবার রাতে ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের পরিস্থিতি পুলিশ অত্যন্ত ধৈর্যের সঙ্গে নিয়ন্ত্রণ করেছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ প্রয়োজন অনুযায়ী সাউন্ড গ্রেনেড এবং টিয়ারসেল ব্যবহার করেছে। অন্যথায় সংঘর্ষটি রক্তক্ষয়ী রূপ নিতে পারত।

শেখ মো. সাজ্জাত আলী বলেন, আজকের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করছি। একটি ভালো সমাধান আসবে।

রবিবার রাতভর নীলক্ষেত মোড়ে সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে।

সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ, সাত কলেজে ভর্তির আসন কমানোসহ ৫ দফা দাবি নিয়ে আলোচনা করতে গেলে ঢাবির সহ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এবং কয়েকজন শিক্ষক তাদের অপমান করেন। তিনি কথাবার্তা না বলেই অর্ধশতাধিক শিক্ষার্থীকে বের করে দেন।

এ ঘটনার জেরে রবিবার সন্ধ্যায় সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন সাত কলেজের শিক্ষার্থীরা। সেখান থেকে রাত সাড়ে ১০টার দিকে একটি মিছিল সহ-উপাচার্যের বাসভবনের দিকে রওনা হয়।

নীলক্ষেত মোড়ে পৌঁছালে মিছিলটি ঢাবি শিক্ষার্থীদের মুখোমুখি হয়। মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এই সংঘর্ষে ইট-পাটকেল নিক্ষেপ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

দফায় দফায় সংঘর্ষ রাত ৩টা পর্যন্ত চলতে থাকে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ডিএমপি কমিশনার জানিয়েছেন, সংঘর্ষের কারণ অনুসন্ধান এবং দ্রুত সমাধানের জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা