× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১০ ঘণ্টার আল্টিমেটাম ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১৪:৪২ পিএম

সোমবার শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি। প্রবা ফটো

সোমবার শাহবাগে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের অবস্থান কর্মসূচি। প্রবা ফটো

আগামী ১০ ঘণ্টার মধ্যে পুলিশ কেন কাঁদানে গ্যাস ছাড়ল তার জবাব দিয়ে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকরা।

সোমবার (২৭ জানুয়ারি) শাহবাগে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এ আল্টিমেটাম দেওয়া হয়। 

এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের আল্টিমেটাম দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের পক্ষে এ আল্টিমেটামের সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, ৫ আগস্টের পর টিয়ার গ্যাসের কবর দেওয়া হয়েছে। অসহায় শিক্ষকদের ওপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? পুলিশ কীভাবে শিক্ষকদের উপর লাঠি চার্জ করে? আগামী ১০ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে জবাব দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগ থানা ঘেরাও হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হবে।

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠিপেটা দেখেননি?  তারা কি অন্ধ হয়ে বসে আছে? আর দেখলে এখনো এখানে আসছে না কেন আমরা তার জবাব ও ব্যাখ্যা চাই। 

ঢাবির এই শিক্ষক বলেন, আমরা সবাই শিক্ষক। আপনারা নিজেদের একা ভাবার কোনো অবকাশ নাই। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় আপনাদের সঙ্গে আছে। 

আন্দোলন বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা আব্দুল হান্নান বলেন, রবিবার স্মারকলিপি জমার পরে একটি টিম আমাদের সঙ্গে দেখা করেছেন। তারা বলেছেন আজকে দিনের মধ্যে মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন। আমাদের অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত থাকবে। আজকের মধ্যে মন্ত্রণালয় থেকে বিষয়টির চুড়ান্ত সমাধান না আসলে আমাদের আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা