প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৩০ পিএম
আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫ ১২:৩১ পিএম
ছবি: প্রতীকী
রাজধানীর বাড্ডার আফতাবনগরে এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে।
রবিবার (২৬ জানুয়ারি)
মধ্যরাতে বাড্ডার আফতাবনগর চায়না প্রোজেক্ট এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম
আব্দুস সালাম। তার গ্রামের বাড়ি শেরপুর সদরে। তিনি ওই এলাকার মকবুল হোসেনের ছেলে।
বর্তমানে তিনি মেরুল বাড্ডা এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহত ওই ব্যক্তি চার ছেলে
তিন মেয়ের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
(ঢামেক) পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক প্রতিদিনের বাংলাদেশকে তার মৃত্যুর
বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের ভাতিজা সুজন
জানান, আমার চাচা একজন অটোরিকশা চালক। রাতে বাড্ডার আফতাবনগর চায়না প্রজেক্ট ব্লক
-এন ৫ নম্বর সেক্টর এলাকায় একদল দুর্বৃত্তরা আমার চাচার মাথায় ভারি কোন জিনিস দিয়ে
আঘাত করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা
মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিয়ে যাওয়া হয়। পরে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক
তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।